এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া

আরও একটা বছরের অপেক্ষা

ঢাকের কাঠির বিদায় সুরে/উদাস করে মন/ চললেন মা মহামায়া/ আজকে বিসর্জন, শুভ বিজয়া

বিসর্জনের ঢাক উঠলো বেজে/মন লাগে না কোনো কাজে

নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া/ মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া। - শুভ বিজয়া

বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এই শুভ দিনটি জীবনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ বিজয়া।

বিজয়া দশমীর এই উৎসব মানুষদের জীবনকে আনন্দে রাঙিয়ে তুলুক।

সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা

কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ

হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা

আসছে বছর আবার এসো মা

আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর