বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর সূর্যকুমার যাদবের জন্মদিন



৩৩ পূর্ণ করলেন ভারতীয় দলের ক্রিকেটার



উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি



উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি



এ বি ডিভিলিয়ার্সের পর শটে এত বৈচিত্র বিশ্বক্রিকেটের আর কোনও ব্যাটারের নেই



বাণিজ্যে স্নাতক সূর্যকুমার



২০১০ সালে মুম্বইয়ের আর এ পোদার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকনমিক্সে পড়াশোনা করার সময় দেবিশা শেট্টির সঙ্গে আলাপ



পরে সেই সম্পর্কই পরিণতি পায়, ২০১৬ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে



সূর্যকুমার যাদবের বাবা অশোক কুমার যাদব ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে কর্মরত



৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪১ রান রয়েছে স্কাইয়ের, রয়েছেন ভারতের বিশ্বকাপ দলে