আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান মার্টিন গাপ্টিলের, ১১৭ ইনিংসে করেছেন ৩৪৯৭ রান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪৮৭ রান রোহিত শর্মার, আর ১১ রান করলেই পেরিয়ে যাবেন গাপ্টিলকে

তালিকায় তিন নম্বরে বিরাট কোহলি, ৯১ ইনিংসে ৩৩০৮ রান রয়েছে তাঁর

তালিকায় চার নম্বরে পল স্টার্লিং, ১১১ ইনিংসে ২৯৭৫ রান রয়েছে তাঁর

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে পাঁচে অ্যারন ফিঞ্চ, ২৮৫৫ রান রয়েছে তাঁর