বিরাট কোহলি ভারতীয় দলে তিন নম্বর পজিশনে নিশ্চিত চার নম্বর পজিশনে খেলতে নামবেন সূর্যকুমার যাদব বুমরার পরিবর্ত হিসেবে এসে নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি ওপেনে ভারত অধিনায়ক রোহিত শর্মা কার্তিকের পরবির্তে এই ম্যাচে খেলতে পারেন পন্থ ওপেনে রোহিতের সঙ্গী নিশ্চিতভাবেই কে এল রাহুল একমাত্র পেসার অলরাউন্ডার হিসেবে খেলবেন হার্দিক পাণ্ড্য শরীর ফিট থাকলে একাদশে দেখা যেতে পারে দীনেশ কার্তিককেও অতিরিক্ত ব্যাটার হিসেবে খেলতে পারেন দীপক হুডা তিন পেসারের অন্য়তম অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন খেলবেন একাদশে ক্রমে নিজেকে আরও ধারাল করে তুলছেন তরুণ অর্শদীপ সিংহ, তিনিও থাকছেন