টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরাল ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। পিঠের চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা।

তাঁর পরিবর্ত হিসাবে বিশ্বকাপের জন্য শুক্রবার জাতীয় দলে নেওয়া হল মহম্মদ শামিকে।

শামি স্ট্যান্ড বাই হিসাবে ভারতীয় দলে ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এবিপি লাইভকে ইঙ্গিত দিয়েছিলেন যে, শামির কথা ভাবছেন নির্বাচকেরা।

শুক্রবার সেই সম্ভাবনাতেই শিলমোহর পড়ল। জানানো হল, ব্রিসবেনে ভারতীয় শিবিরে যোগ দেবেন শামি।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শামি। নিয়েছেন ১৮ উইকেট।

তাঁর সেরা বোলিং ফিগার ৩-১৫। অর্থাৎ ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি খরচ করেছেন ৯.৫৪ রান।

ঘরোয়া ও আন্তর্জাতিক, সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫৬ উইকেট রয়েছে ডানহাতি পেসারের।