যে চায়ের এতো কদর সেই চা তে ভেজাল

পরীক্ষা করার ৩টি সহজ উপায়

চা পাতায় ভেজাল আছে কি না

বাজারে এমন অনেক চা পাতা পাওয়া যায় যেগুলোতে রং বা রাসায়নিক মেশানো থাকে

টিস্যু পেপারে ২ চা চামচ চা পাতা রাখুন কয়েক ফোঁটা জল দিয়ে কিছুক্ষণ রোদে রাখুন

টিস্যু পেপারে দাগের চিহ্ন দেখা গেলে পাতা ভেজাল তা বোঝা যাবে

এক গ্লাস ঠান্ডা জলে চা পাতা রেখেও দেখতে পারেন রঙ দেখা গেলে বুঝবেন চা পাতা ভেজাল

চা পাতা নিয়ে ১-২ মিনিট ঘষুন হাতে কোনো রং দেখলে বুঝবেন ভেজাল