Image Source: Pexels, Pixabay

কাজ থেকে বিনোদন, সবসময়েই প্রয়োজন স্মার্টফোন। দরকারি এই জিনিসটির খেয়াল রাখতে প্রয়োজন নিয়মিত খেয়াল।

Image Source: Pexels, Pixabay

ধুলো ও জল সহজেই স্মার্টফোন খারাপ করে দিতে পারে।

Image Source: Pexels, Pixabay

স্পিকার বা মাইক্রোফোনে ধুলো জমে তা নষ্ট করে দেয়। জলের প্রভাবে চার্জিং পয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Pexels, Pixabay

এই সমস্যা থেকে বাঁচতে স্ক্রিন প্রোটেক্টর ও কভার-কেস ব্যবহার করতে হবে।

Image Source: Pexels, Pixabay

সেক্ষেত্রে ফোনের উপর হঠাৎ জল পড়ে গেলে বা হঠাৎ হাত থেকে ফোন পড়ে গেলে বাঁচতে পারে।

Image Source: Pexels, Pixabay

প্রতি সপ্তাহে অন্তত একবার করে ফোন রিস্টার্ট করা উচিত।

Image Source: Pexels, Pixabay

এই কাজটি করলে ফোনের কার্যক্ষমতা ঠিক থাকে। ব্যাটারিও ভাল কাজ করে।

Image Source: Pexels, Pixabay

যথাসময়ে সফটওয়ার আপডেট করতে হবে। যখনই যা আপডেট আসবে, সেটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

অ্যাপ ডাউনলোড করার সময় খেয়াল রাখতেই হবে। অজানা-অচেনা কোনও জায়গা থেকে ফোনে অ্যাপ ডাউনলোড করা উচিত না।

Image Source: Pexels, Pixabay

সেক্ষেত্রে শুধু মোবাইল ফোন খারাপ হওয়াই নয়। ব্যাঙ্কিং এবং ব্যক্তিগত তথ্য় বেহাত হওয়ার আশঙ্কাও থাকে।

Thanks for Reading. UP NEXT

ভারতে বিক্রি শুরু হয়েছে রেডমি এ১ ফোনের

View next story