Image Source: Pexels, Pixabay

কাজ থেকে বিনোদন, সবসময়েই প্রয়োজন স্মার্টফোন। দরকারি এই জিনিসটির খেয়াল রাখতে প্রয়োজন নিয়মিত খেয়াল।

Image Source: Pexels, Pixabay

ধুলো ও জল সহজেই স্মার্টফোন খারাপ করে দিতে পারে।

Image Source: Pexels, Pixabay

স্পিকার বা মাইক্রোফোনে ধুলো জমে তা নষ্ট করে দেয়। জলের প্রভাবে চার্জিং পয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Pexels, Pixabay

এই সমস্যা থেকে বাঁচতে স্ক্রিন প্রোটেক্টর ও কভার-কেস ব্যবহার করতে হবে।

Image Source: Pexels, Pixabay

সেক্ষেত্রে ফোনের উপর হঠাৎ জল পড়ে গেলে বা হঠাৎ হাত থেকে ফোন পড়ে গেলে বাঁচতে পারে।

Image Source: Pexels, Pixabay

প্রতি সপ্তাহে অন্তত একবার করে ফোন রিস্টার্ট করা উচিত।

Image Source: Pexels, Pixabay

এই কাজটি করলে ফোনের কার্যক্ষমতা ঠিক থাকে। ব্যাটারিও ভাল কাজ করে।

Image Source: Pexels, Pixabay

যথাসময়ে সফটওয়ার আপডেট করতে হবে। যখনই যা আপডেট আসবে, সেটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

অ্যাপ ডাউনলোড করার সময় খেয়াল রাখতেই হবে। অজানা-অচেনা কোনও জায়গা থেকে ফোনে অ্যাপ ডাউনলোড করা উচিত না।

Image Source: Pexels, Pixabay

সেক্ষেত্রে শুধু মোবাইল ফোন খারাপ হওয়াই নয়। ব্যাঙ্কিং এবং ব্যক্তিগত তথ্য় বেহাত হওয়ার আশঙ্কাও থাকে।