ডি'মেলো হাউস গোয়ার সবচেয়ে কুখ্যাত ভুতুড়ে বাড়ি এই ভুতুড়ে বাড়ির সঙ্গে এর অতীত জড়িয়ে আছে এই বাড়িটিতে না কি ডি'মেলো ভাইদের আত্মারা ঘুরে বেড়ায় শত্রুতার জেরে প্রাণ হারায় দুই ভাই এখনও পথচারী এবং আশেপাশের লোকজন অদ্ভুত শব্দ শুনতে পায় এখনও রক্তজল করা আওয়াজ পাওয়া যায় বলে জানা যায় এই বাড়িতে নানা অলৌকিক কাণ্ড ঘটে বলেও জানান হয়েছে আচমকা জানলা ভাঙার আওয়াজ আসে তাই এই বাড়ি কিনতে কেউ প্রস্তুত নয় পরিবারের সদস্যরাও এই সম্পত্তি ভাগ করার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বাড়িটিতে পর্তুগিজদের নিজেদের একটি ছোঁয়া রয়েছে এটি গোয়ার সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলির মধ্যে একটি ক্রমে ক্রমে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে ডি'মেলো হাউসটি কাঠের ছাদ ক্রমাগত ধসে পড়ায় ঘরের সর্বত্র পড়ে আছে ধ্বংসাবশেষ