স্বচ্ছ কভার ব্যবহার করার সুবিধার পাশাপাশি একাধিক অসুবিধাও আছে, হলুদ হয়ে যাওয়ার সমস্যা আছে

ধুলো-ময়লার কারণে এগুলোর রং হলুদ হতে শুরু করে তখন একেবারেই তা দেখতে ভাল লাগে না

টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, অল্প নুন কিছুটা ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণ দিয়ে ধুয়ে নিন

গরম জলে কয়েক ফোঁটা বাসন পরিষ্কার করার তরল সাবান মেশান টুথব্রাশ দিয়ে ওই মিশ্রণ ব্যবহার করে পরিষ্কার করুন

বেকিং সোডা দিয়ে টুথব্রাশ ব্যবহার করে দাগের জায়গাগুলো ভালভাবে ঘষুন তারপর ধুয়ে ফেলুন এবং নরম কাপড়ে মুছে নিন

রাবিং অ্যালকোহল ব্যবহার করে ফোনের কভার ভাল ধুয়ে নিন