সওয়া যায় না একেবারেই

মন ভাঙার যন্ত্রণা সওয়া যায় না একেবারেই

ক্ষতে প্রলেপ পড়ে অনেকের

কিন্তু মিষ্টিমুখ হলেই ক্ষতে প্রলেপ পড়ে অনেকের

জাতকের কথা উল্লেখ্য

এক্ষেত্রে কিছু রাশির জাতকের কথা উল্লেখ্য

খাদ্যপ্রিয় হন বেশ

কর্কটরাশির জাতকরা খাদ্যপ্রিয় হন বেশ

খাবার, মিষ্টির দ্বারস্থ হন

মন ভেঙে চুরমার হলেও খাবার, মিষ্টির দ্বারস্থ হন

গুটিয়ে নেন কুম্ভ রাশির জাতকরা

মন ভাঙলে নিজেকে গুটিয়ে নেন কুম্ভ রাশির জাতকরা

ডেজার্টই হয়ে ওঠে এঁদের বন্ধু

এই সময় ঘরের কোণে ডেজার্টই হয়ে ওঠে এঁদের বন্ধু

কথা বলে হালকা হতে চান

মেষ রাশির জাতকরা কথা বলে হালকা হতে চান

এঁদের তৃপ্তি দেয়

কিন্তু শেষ মেশ ডেজার্টই এঁদের তৃপ্তি দেয়

দুঃখ ভোলায় তুলা রাশির জাতকদের

আইসক্রিম আর সিনেমা, দুঃখ ভোলায় তুলা রাশির জাতকদের