টুথব্রাশের অজানা কথা জেনে নিন

পড়ে থাকে বাড়ির এক কোণে, টুথব্রাশের অজানা কথা জেনে নিন

১৪৯৮ সালে চিনেই প্রথম আবিষ্কার

প্রাচীন মিশর-ব্যাবিবলেন চল ছিল দাঁতমাজার, ১৪৯৮ সালে চিনেই প্রথম আবিষ্কার

সেরে উঠে আগে পাল্টান টুথব্রাশ

সর্দি-জ্বর, অসুস্থতায় বাসা বাঁধে জীবাণু, সেরে উঠে আগে পাল্টান টুথব্রাশ

তবে ইলেকট্রিক টুথব্রাশ তুলনায় ভাল

অনিশ্চয়তায় ভোগেন অনেকেই, তবে ইলেকট্রিক টুথব্রাশ তুলনায় ভাল

ক্ষতি হয় না মাড়ির

শক্ত নয়, নরম তন্তুই ভাল, ক্ষতি হয় না মাড়ির

তবে ৩-৪ মাস অন্তর পাল্টানো উচিত

৭৫ শতাংশ মানুষ মানেন না নিয়ম, তবে ৩-৪ মাস অন্তর পাল্টানো উচিত

গোটা জীবনকালে দাঁত মাজতে ব্যয়

মাথাপিছু গড়ে ১ হাজার ঘণ্টা, গোটা জীবনকালে দাঁত মাজতে ব্যয়

জিভ পরিষ্কারও করা যায় টুথব্রাশ দিয়ে

শুধু দাঁত মাজার জন্যই নয়, জিভ পরিষ্কারও করা যায় টুথব্রাশ দিয়ে

ব্যবহার সহজ এমন ব্রাশ কিনুন

যেমন তেমন ব্রাশ কিনবেন না, ব্যবহার সহজ এমন ব্রাশ কিনুন

পসার টুথব্রাশ নির্মাণকারী সংস্থাগুলির

বছরে ৮৫ কোটি ডলারের ব্যবসা, পসার টুথব্রাশ নির্মাণকারী সংস্থাগুলির