এশিয়ান গেমসের গোল্ড মেডেল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারতীয় দল টস জিতে ভারত প্রথমে ব্যাট করলেও, মাত্র ১৬ রানে ভাঙে ওপেনিং জুটি ৭৩ রান যোগ করে স্মৃতি ও জেমাইমা ইনিংসের হাল ধরেন স্মৃতি ৪৬ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ইনিংস ধস নামে জেমাইমা ৪২ করলে, রান পাননি হরমনপ্রীত কৌর ২৭ রানে ছয় উইকেট হারায় ভারত, ২০ ওভারে তোলে ১১৬/৭ শ্রীলঙ্কার হয়ে হাসিনি পেরেইরা ও নীলাক্ষি ডি সিলভা লড়াকু ৩৬ রানের পার্টনারশিপ গড়েন ওশাদি ও নীলাক্ষি যথাক্রমে ১৯ ও ২৩ রান করলেও তা যথেষ্ট ছিল না শ্রীলঙ্কার ইনিংস ৯৭/৮ স্কোরেই শেষ হয়ে যায় ১৯ রানে দ্বীপরাষ্ট্রকে হারিয়ে চলতি এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জেতে ভারত