তাঁর সুরেলা সফর শুরু হয়েছিল কলকাতা থেকেই। মাত্র ৬ বছর বয়সেই তিনি আকাশবাণীতে গান গাইবার সুযোগ পেয়েছিলেন বলিউডকে দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। শুধু বলিউড নয়, ২৫টি ভাষায় গান গেয়েছেন তিনি। তিনি অলকা যাজ্ঞিক। আজ জন্মদিনে অভিনেত্রীকে নিয়ে কিছু অজানা তথ্য। এই তিলোত্তমার বুকেই এক গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অলকা। মা শুভা ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মাত্র ৬ বছর বয়সে, অল ইন্ডিয়া রেডিও কলকাতায় গান গাইবার সুযোগ পান অলকা। এরপর শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুধু করার জন্য মাত্র ১০ বছর বয়সে অলকাকে মুম্বই নিয়ে চলে আসেন মা শুভা কিন্তু তখনও তাঁর গলা পরিপূর্ণতা পায়নি। সেসময় রাজ কপূরের থেকে একটি চিঠিও পেয়েছিলেন ছোট্ট অলকা ১৯৮০ সালে প্রথম পায়েল কী ঝঙ্কার (Paayel Ki Jhankar) ছবির গান গেয়ে ইন্ডাস্ট্রিতে সঙ্গীতশিল্পী হিসেবে পা রাখেন অলকা এরপর একাধিক ছবিতে গান করলেও, তাঁকে প্রথম প্রচারের আলো এনে দিল 'তেজাব' (Tejaab)।