আজ ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রামের দাম ৬১০৫ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেট সোনা ১ গ্রামের দাম ৪৮৬০ টাকা।

আজ ২২ ক্যারেট সোনা ১ গ্রাম কিনতে গেলে দাম পড়বে ৫৮৯৭ টাকা।

অন্যদিকে আজ ২২ ক্যারেট সোনা ১ গ্রাম বিক্রি করতে গেলে দাম পড়বে ৫৫৫৬ টাকা।

আজ ১ কেজি রুপোর দাম ৭২,৩৮৫ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।

২৪ ক্যারেটের সোনায় কোনও খাদ মেশানো হয় না। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

ফিটনেস দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যদি ২৪ ক্যারেট (৯৯৫) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু থাকে।

২৪ ক্যারেট (৯৯৯) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা, তার fineness ৯১৬। ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়।