টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্রথম পদক
মহিলাদের টেবল টেনিসের সেমি-ফাইনালে উঠে পদক নিশ্চিত ভাবিনার
প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে টেবল টেনিসের শেষ চারে উঠে ইতিহাস ভাবিনার
বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রতিপক্ষকে হারিয়েছেন ভাবিনা
সার্বিয়ার বরিস্লাভ রানকোভিচ পেরিচকে ১১-৫, ১১-৬, ১১-৭ ফলে হারিয়ে দিয়েছেন ভাবিনা
শনিবার সকালে শেষ চারের লড়াইয়ে নামবেন ভাবিনা
সেমি-ফাইনালে ভাবিনার প্রতিপক্ষ চিনের ঝ্যাং
টোকিও প্যারালিম্পিক্সে ভারতের আরও কয়েকটি পদক জয়ের আশা আছে
পুরুষদের শটপাট এফ-৫৫ ইভেন্টে পদক পেতে পারেন টেক চাঁদ
তিরন্দাজিতে রাকেশ কুমারও পদক জয়ের আশা জাগিয়ে তুলেছেন