তালিকায় এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি

বিরাটের ৭১টি শতরান বর্তমান ক্রিকেটারদের মধ্যে একে হলেও, সর্বকালীন তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ

বিরাটের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন 'ফ্যাব ফোর'-এর আরেক সদস্য জো রুট

আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৪৪টি শতরান ইতিমধ্যেই করে ফেলেছেন ইংল্যান্ড তারকা রুট

রুটের পরে তালিকায় অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার

ওয়ার্নার তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৪৩টি শতরান করেছেন

তালিকায় দ্বিতীয় ভারতীয় হিসাবে চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় অধিনায়ক মোট ৪১টি শতরান হাঁকিয়েছেন

আজই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৪০তম শতরান করেন স্টিভ স্মিথ

বর্তমানে খেলা যাওয়া ক্রিকেটদার মধ্যে তিনি শতরানের বিচারে পঞ্চম স্থানে রয়েছেন