দক্ষিণ আফ্রিকার জ্য়াক কালিস ২৫৫৩৪ রান করেছেন প্রোটিয়া অলরাউন্ডার বল হাতেও প্রচুর উইকেট নিয়েছেন চারে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়বর্ধনে তিনি মোট ২৫৯৫৭ রান করেছেন অস্ট্রেলিয়ার যুগ্ম বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ব্যাটার হিসাবে তাঁর দখলে মোট ২৭৪৮৩ রান রয়েছে জয়বর্ধনের সতীর্থ কুমার সাঙ্গাকারা এই তালিকায় দ্বিতীয় তিনি মোট ২৮০১৬ রান করেছেন সর্বাধিক রানের অধিকারী অবশ্য়ই সচিন তেন্ডুলকর 'মাস্টার ব্লাস্টার' মোট ৩৪৩৫৭ রান করেছেন