ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৩ রান করার পর হংকংয়ের বিরুদ্ধে অপরাজিত ৭৮ রান করেন মহম্মদ রিজওয়ান

দুই ইনিংসে মোট ১২১ রান করে রিজওয়ানই এশিয়া কাপে এখনও অবধি সর্বাধিক রান করেছেন

বিরাট কোহলির ফর্ম নিয়ে এশিয়া কাপের আগে চর্চার অন্ত ছিল না

কোহলির স্ট্রাইক রেট ১২০-র আশেপাশে একটু কম হলেও, তিনি এখনও অবধি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক ৯৪ রান করেছেন

সূর্যকুমার যাদব বর্তমান বিশ্বের যে অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার, তা হংকংয়ের বিরুদ্ধে তাঁর ইনিংসটাই তা প্রমাণ করে

১৯৫.৪৫-র বিশাল স্ট্রাইক রেটে দুই ম্যাচে মোট ৮৬ রান সূর্য টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক

বাংলাদেশ চূড়ান্ত হতাশাজনকভাবে দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বটে

তবে দলের অলরাউন্ডার মোসদ্দেক হোসেন দুই ম্যাচে মোট ৭২ রান করে এই তালিকায় চার নম্বরে রয়েছেন

হংকংয়ের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংসের সুবাদে এই তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ফখর জামান

দুই ম্যাচে পাকিস্তানি ব্যাটারের মোট সংগ্রহ ৬৩ রান