বাংলার শাহবাজ আহমেদ জাতীয় দলের হয়ে এখনও খেলেননি

দক্ষিণ আফ্রিকা-ভারতের টি-টোয়েন্টি সিরিজে তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন

এ মরসুমে রঞ্জি ট্রফিতে সর্বাধিক ৯৮২ রান করেছেন সরফরাজ খান

দলীপ ট্রফি ফাইনালেও শতরান করেছেন মুম্বইয়ের এই ব্যাটার

সরফরাজের সতীর্থ জশস্বী জয়সবালও এ মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন

দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে ও ফাইনালে দ্বিশতরান করেছেন জশস্বী

মধ্যপ্রদেশের রঞ্জি জয়ে বিরাট অবদান ছিল স্পিনার কুমার কার্তিকেয়ার

তিনি এ বারের রঞ্জি মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি উইকেট নিয়েছেন

মধ্যপ্রদেশেরই আরেক তারকা রজত পতিদারও এ মরসুমে দুরন্ত ছন্দে

ভারত 'এ'-র হয়ে সুযোগ পেয়ে তিনি ইতিমধ্যেই সেঞ্চুরিও করে ফেলেছেন