৭১তম শতরানের পর থেকেই ছন্দে রয়েছেন বিরাট কোহলি

ইনফর্ম কোহলির দিকে নজর থাকাটা তাই খুবই স্বাভাবিক

গত বছরই ভারতের হয়ে অভিষেকের পর অল্প সময়েই দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব

আইসিসির বিচারে ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারের দিকে তো নজর থাকবেই

ভারতীয় দলকে ভারসাম্য প্রদান করে হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড দক্ষতা

বোলিং বিকল্প হিসাবে তো বটেই, মিডল অর্ডারে ব্যাট হাতেও হার্দিকের গুরুত্ব অপরিশীম

ভারতীয় দলের 'রানমেশিন' কেএল রাহুল ফর্মে থাকলে তাঁকে রোখা খুবই কঠিন

প্রোটিয়াদের বিরুদ্ধে রাহুলও দুইটি অর্ধশতরান করে দারুণ ফর্মে রয়েছেন

হালে একাধিক ম্য়াচে শেষের দিকে মাঠে নেমে হয় গুরুত্বপূর্ণ ছোট রানের ইনিংস খেলেছেন কার্তিক

'ফিনিশার' হিসাবে কার্তিকের দিকে নজর থাকাটা থাকবেই।