উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী অর্চনা গৌতম। আর তাঁকে নিয়ে বিরোধী শিবিরে যে সব টিপ্পনি করা হচ্ছে, তার কড়া নিন্দা প্রিয়ঙ্কা গাঁধীর।
বিকিনি পরা ও পোশাক নিয়ে কংগ্রেস প্রার্থীকে নিশানা করা হচ্ছে। ২০১৮-তে অর্চনা মিস বিকিনি ইন্ডিয়া প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন
প্রিয়ঙ্কা বলেছেন, অর্চনার পোশাক ও বিয়ে নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, তা প্রধানমন্ত্রী বা অন্য কাউকে করা হয় না কেন? অর্চনা মহিলা বলে?
১৪ জানুয়ারি প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। হস্তিনাপুর থেকে প্রার্থী হিসেবে অর্চনা গৌতমের নাম ঘোষণা করা হয়।
অর্চনা ইতিমধ্যেই কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তাঁকে টিকিট দেওয়া নিয়ে জোরদার আলোচনা চলছে। এমনকি হিন্দু মহাসভা আপত্তিও জানিয়েছে।
২০২১-র নভেম্বরে অর্চনা গৌতম কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর প্রার্থী হলেন। অর্চনা বলেছেন, দলিত হওয়ার জন্য তাঁকে অপমানিত করা হচ্ছে।
ভোটে অর্চনার লড়াই বিজেপি প্রার্থী দীনেশ খটিকের সঙ্গে। অন্যদিকে, এই আসনে সমাজবাদী পার্টির হয়ে লড়াইতে রয়েছেন যোগেশ বর্মা।
অর্চনা গৌতমের জন্ম ১৯৯৫-এ। অর্চনা গৌতম আদতে মেরঠের বাসিন্দা। তিনি আইআইএমটি থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন।
বর্তমানে তাঁর বয়স ২৬। মডেলিং ও অভিনয়ে কেরিয়ারের জন্য অর্চনা মুম্বইতে থাকেন। ২০১৪ সালে মিস ইউপি-ও হয়েছিলেন তিনি।
২০১৫-তে গ্রেট গ্র্যান্ড মস্তি সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন। এরপর পর হাসিনা পার্কার, বারাত কোম্পানি, জ্যাকশন বারাণসীর মতো সিনেমাতেও ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন