বিদেশি কায়দার উচ্চ গতিসম্পন্ন ট্রেন বন্দেভারত ট্রেন এ বার বাংলাতেও হাওড়া থেকে ছুটবে নিউ জলপাইগুড়ি প্রধানমন্ত্রীর হাতে হবে উদ্বোধন শতাব্দী এক্সপ্রেসের চেয়েও গতি বেশি ভ্রমণপিপাসু বাঙালির প্রিয় গন্তব্য উত্তরবঙ্গ তাই বন্দেভারতে বাঁচবে সময় ভাড়া যদিও তুলনামূলক বেশিই হবে উদ্বোধনের পর শীঘ্রই ছুটবে ট্রেন তৈরিতে ১০০ কোটির বেশি খরচ