Image Source: PTI/ Pexels

আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তা প্রায় সকলেরই হয়ে থাকে

Image Source: PTI/ Pexels

বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু টিপস মেনে চললে সহজেই অর্থ সংস্থান নিয়ে চিন্তা এড়ানো যায়।

Image Source: PTI/ Pexels

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ভুল কোনও পদক্ষেপে অর্থাগম ধাক্কা খেতে পারে।

Image Source: PTI/ Pexels

এই সমস্যা এড়াতে গেলে টাকা নিয়ে বেশ কিছু কাজ এড়াতে হবে। সেগুলো কী কী?

Image Source: PTI/ Pexels

অনেকেরই অভ্যাস রয়েছে লালা দিয়ে টাকা গোনার। এটা একদমই ঠিক নয়।

Image Source: PTI/ Pexels

খাবারের সঙ্গে বা এঁটো জায়গায় টাকা ফেলে রাখা ঠিক নয়।

Image Source: PTI/ Pexels

অনেকসময়েই আমরা টাকার ব্যাগে নানা ধরনের বাতিল কাগজ রেখে দিই। এই অভ্যাস এড়ানো উচিত।

Image Source: PTI/ Pexels

রাতে ঘুমনোর সময় যেখানে সেখানে টাকার ব্যাগ ফেলে রাখবেন না।

Image Source: PTI/ Pexels

নগদ টাকা দুমড়ে মুচড়ে বা ভাঁজ করে টাকার ব্যাগে রাখবেন না।

Image Source: PTI/ Pexels

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।