Image Source: Pexels, Pixabay, PTI, Getty

ঋণ দিয়েছেন অথচ টাকা ফেরত পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আপনার টাকা? এমন ঘটনার পিছনে রয়েছে বাস্তু সমস্যা।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

বাস্তুদোষে হাতে টাকা আসে না। বাস্তমতে বেশ কিছু উপায় রয়েছে, যেগুলি মেনে চললে সহজেই ফিরতে পারে টাকা।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, দক্ষিণ দিকে মুখ করে টাকা লেনদেন করবেন।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

পশ্চিম দিকে মুখ করে টাকা দেওয়া বা নেওয়া উচিত নয়। রোগ এবং খরচ বৃদ্ধি পায়।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

বাস্তুশাস্ত্র অনুযায়ী টাকা গুনতে কখনই লালা ব্যবহার করা উচিত নয়, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

বিপদের কারণে টাকা দিতে হলে শুধুমাত্র উত্তর দিকে মুখ করেই দেবেন এবং বাঁ হাতে দেবেন।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

নগদ টাকার উপর কিছু লেখা উচিত নয়। আঁকিবুকি কাটাও উচিত নয়।

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

টাকার ব্যাগে বাতিল কাগজ রেখে দেবেন না

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

আলমারি বা সিন্দুকেই টাকা তুলে রাখুন। নগদ টাকা অগোছালো ভাবে ভাঁজ করবেন না

Image Source: Pexels, Pixabay, PTI, Getty

ডিসক্লেইমার: প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া। এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।