শুভ এবং পবিত্র প্রতীক হিসেবে বাড়িতে তুলসি গাছ রাখা হয়।



গৃহস্থ বাড়িতে আলাদা তুলসি মঞ্চও থাকে।



তুলসি গাছ বাড়িতে রাখার নিয়ম কী?



বাড়িতে তুলসি গাছ লাগানোর সবচেয়ে ভাল সময় হচ্ছে কার্তিক।



জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী কার্তিক মাসের যে কোনও বৃহস্পতিবার বাড়িতে তুলসি গাছ আনা যায়।



বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর বা উত্তর- পূর্ব দিকে তুলসি গাছ রাখতে হবে।



কখনও ভুল করেও ঘরের দক্ষিণ দিকে তুলসি গাছ রাখা যাবে না।



ওই দিকে তুলসি গাছ থাকলে প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।



ঘরের এমন কোনও জায়গায় তুলসি গাছ রাখা যাবে না যেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়, জুতো রাখা হয়।



প্রতিদিন তুলসিকে ঘিরে প্রদক্ষিণ করে জল অর্পণ করতে হয়।