বাংলার রাজ্যপাল থাকার দিন শেষ নিত্যদিন রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিবাদ এখন ইতি বরং দিল্লিতেই এখন নিবাস জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদে তাঁকে সমর্থন জানায় তৃণমূল নয়া দায়িত্বে এ বার কম্বোডিয়া সফরে সারলেন শুক্রবার তিনদিনের সফরে পৌঁছন কম্বোডিয়ায় রবিবার ফের দিল্লির উদ্দেশে রওনা দেন তবে সবুজে সাজানো দেশে ভালই সময় কাটল আমেরিকার প্রেডিডেন্টেরও সাক্ষাৎ পান ধনখড় ভারত ও কম্বোডিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে জোর