৪৫ পূরণ করলেন বীরেন্দ্র সহবাগ

সহবাগ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০৪ টেস্টে ঝুলিতে পুরেছেন মোট ৮৫৮৬ রান

বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে দুটো ত্রিশতরান হাঁকিয়েছেন সহবাগ

এই ডানহাতি বিধ্বংসী ওপেনার ২৫১ ওয়ান ডে ম্যাচ খেলে মোট ৮২৭৩ রান করছেন

ব্যাটে-বলে এত সুন্দর সংযোগ ছিল যে সহবাগের ক্ষেত্রে ফুটওয়ার্ক খুব একটা দরকার ছিল না

মুলতানে টেস্টে ত্রিশতরান হাঁকানোর পর থেকে তাঁকে মুলতানের সুলতান বলা হয়, এছাড়াও নজফগড়ের নবাবও বলা হয় সহবাগকে


১৯৯৯ সালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক, ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে অবসর নেন সহবাগ


সহবাগ অন্যতম একজন ভারতীয় ব্যাটার যিনি ক্রিকেটের দুটো মূল ফর্ম্যাটেই ৮ হাজারের বেশি রান বোর্ডে তুলেছেন

বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্ট ফর্ম্যাটে ৭ হাজার বা তার বেশি রান করেছেন সহবাগ

সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান করেছিলেন সহবাগ