সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে গ্যালারিতে উপস্থিত এক আফগান সমর্থক রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিশাল জনপ্রিয় হয়ে উঠেছেন

ভারত, পাকিস্তান হোক বা বংলাদেশ, তাঁর রূপে মুগ্ধ সকল দেশের মানুষই

সেই রহস্যময়ী মহিলার নাম হল ওয়াজমা আয়োবি

আফগানিস্তানের এ বারের এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন ওয়াজমা

আফগানিস্তানের পরেই ওয়াজমার প্রিয় দেশ ভারতবর্ষ, তিনি বিরাট কোহলির অনুরাগীও বটে

আদপে কাবুলের বাসিন্দা ওয়াজমা বর্তমানে আমিরশাহিতে থাকেন

খবর অনুযায়ী ওয়াজমা একজন ব্যবসায়ী এবং তাঁর 'লমন ক্লোদিং নামক এক কোম্পানিও রয়েছে

২৮ বছরের আফগান সুন্দরী বলিউডেও কাজ করার স্বপ্ন দেখেন

সোশ্যাল মিডিয়ায় নানা প্রাসঙ্গিক ঘটনার বিষয়েও তাঁকে প্রায়শই পোস্ট করতে দেখা যায়

এই মহিলার রূপেই মজেছেন গোটা ক্রিকেটিবশ্বের সমর্থকরা