একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ কলকাতায়।

ABP Ananda

একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ কলকাতায়।

বাতাসে হিমেল ভাব, কুয়াশার চাদর।

ABP Ananda

বাতাসে হিমেল ভাব, কুয়াশার চাদর।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ABP Ananda

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

ABP Ananda

এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

ABP Ananda

বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ।

ABP Ananda

সকাল-সন্ধেয় বাতাসে হিমেল ভাব বজায় থাকবে।

ABP Ananda

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে কনকনে ঠান্ডা পড়ার পূর্বাভাস নেই।

ABP Ananda

ABP Ananda

শীতের স্পেল চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

ABP Ananda

মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত।