দুর্গাপুজোর পর কালীপুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ১৫ অক্টোবর প্রথম ও ২০ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সিকিমে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।