মেষ - নিজের প্রতি বিশ্বাস বজায় রাখুন। বৃষ - নিজের কাজের দায়িত্ব নিজেই নিন। মিথুন - বেশি খরচ এড়িয়ে চলুন। কর্কট - ইগোর লড়াই এড়িয়ে চলুন। সিংহ - কাজের ক্ষেত্রে সততা বজায় রাখুন। কন্যা - নিজের অস্থিরতার ওপর নিয়ন্ত্রণ রাখুন। তুলা - জ্ঞান আরও প্রখর করুন। বৃশ্চিক - জমিতে বিনিয়োগ এড়িয়ে চলুন। ধনু - নিজের আত্মাকে উন্নত করুন। মকর - কী কথা বলছেন তার ওপর নিয়ন্ত্রণ জরুরি। কুম্ভ - বেশি চাপ নেওয়া উচিত নয়। মীন - পরিবারের সঙ্গে সময় কাটান।