Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি নতুন একটি ফিচার চালু হতে চলেছে।

Image Source: Pexels

এই ফিচারের সাহায্যে ইউজাররা তাঁদের 'অনলাইন স্টেটাস' হাইড করতে বা লুকিয়ে রাখতে পারবেন।

Image Source: Pexels

অর্থাৎ আপনি অনলাইন থাকলেও কেউ টের পাবেন না।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে ইউজারদের 'লাস্ট সিন' হাইড করার বা লুকনোর ফিচার আগেই চালু হয়েছে।

Image Source: Pexels

ইউজার চাইলে হোয়াটসঅ্যাপে নিজের প্রোফাইল পিকচারও লুকিয়ে রাখতে পারেন।

Image Source: Pexels

তবে এতদিন হোয়াটসঅ্যাপে ইউজারদের 'অনলাইন' স্টেটাস হাইড করার কোনও অপশন ছিল না।

Image Source: Pexels

এবার এই নতুন ফিচারই চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে।

Image Source: Pexels

যদিও এই ফিচার কবে চালু হবে তার এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি।

Image Source: Pexels

ইউজারদের সুবিধার্থে হামেশাই নিত্য-নতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Image Source: Pexels

এবার আসতে চলেছে ইউজারের অনলাইন স্টেটাস হাইড করার চমৎকার ফিচার।