বাস্তু মতে, বাড়ির ড্রেসিং টেবিল আপনার ভাগ্য বদলে দিতে পারে।



ভুল দিকে আয়না রাখলে তা আপনার বাড়ির বাস্তু নষ্ট করে দিতে পারে।



আপনার বিছানার মুখোমুখি কোনও আয়না থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন।



বিশ্বাস করা হয় যে বিছানার সামনে রাখা আয়না আয়ু কমিয়ে দেয়।



বিছানার সামনে আয়না থাকলে তা স্বামী-স্ত্রীর সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।



শোওয়ার ঘরে ড্রেসিং টেবিল কখনই জানালা বা দরজার সামনে রাখা উচিত নয়



শোবার ঘরের দরজার পাল্লার ভিতরে আয়না লাগানো উচিত নয়।



খেয়াল রাখবেন বিছানায় শুয়ে থাকা ব্যক্তির প্রতিফলন যেন আয়নায় না দেখা যায়।



ঘুমানোর সময় যদি কোনও কারণে আয়নায় প্রতিফলন দেখা যায়, তাহলে আয়নায় হালকা পর্দা লাগান।