ইনিংস ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেক হওয়ার কথা, খেলবেন ওপেনার হিসাবে ওপেনিং নয়, হয়তো তিন নম্বরে নামবেন শুভমন গিল চারে নিজের জায়গাতেই খেলবেন বিরাট কোহলি পাঁচে নামবেন ছন্দে থাকা অজিঙ্ক রাহানে উইকেটকিপার হিসাবে পাল্লা ভারি কে এস ভরতের সাতে হয়তো নামবেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অফস্পিনার আর অশ্বিন সম্ভবত সুযোগ পাবেন একাদশে শার্দুল ঠাকুরকে খেলানোর সম্ভাবনা পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ বাঁহাতি পেসার জয়দেব উনাদকটকে দেখা যেতে পারে একাদশে (ছবি - বিসিসিআই)