হইচই ফেলে দিয়েছেন মার্কেতা ভন্দ্রুসোভা টেনিসের ওপেন যুগে প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে অবাছাই হয়েও জিতে নিয়েছেন গ্র্যান্ড স্ল্যাম অনস জ়াবেরকে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন অথচ তাঁর কীর্তি গড়ার মুহূর্ত একটুর জন্য দেখাই হচ্ছিল না স্বামী স্তেপান সিমেকের তাঁকে বাড়িতে বেড়ালের দেখাশোনা করতে হচ্ছিল যে! চেক প্রজাতন্ত্রের তারকা ভন্দ্রুসোভার পোষা বেড়াল রয়েছে তিনি যখন উইম্বলডন খেলতে ইংল্যান্ডে পাড়ি দেন, স্তেপানকে বাড়িতে থেকে যেতে হয়েছিল তবে ভন্দ্রুসোভা ফাইনালে ওঠার পর তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি ভন্দ্রুসোভার শরীরে একাধিক ট্যাটু, কোচ বাজি লড়েছিলেন, ছাত্রী চ্যাম্পিয়ন হলে তিনিও ট্যাটু করাবেন বাজি হেরে অবশ্য খুশি ভন্দ্রুসোভার কোচ, ট্যাটুও করাবেন