মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত যে দলের তিন ক্রিকেটার - তিতাস সাধু, রিচা ঘোষ ও হৃষিতা বসু বাংলার আমদাবাদে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিল বোর্ড হাজির ছিলেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য তথা সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বিশ্বজয়ী তিন বঙ্গকন্যার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান অভিষেক বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরলেন বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তিতাস সাধু ও হৃষিতা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, যুগ্মসচিব দেবব্রত দাস বিশ্বকাপজয়ী তিন কন্যাকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন, তিন ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে ঋষিতা ও তিতাস কলকাতায় ফিরলেও, ফেরেননি রিচা। তিনি ভারতীয় সিনিয়র দলে যোগ দেবেন বলেই আর কলকাতায় ফিরতে পারেননি