৬ টি চার ও ৬ টি বিশাল ছক্কা। পাকিস্তান বিরুদ্ধে ম্যাচ জেতানো ৬৩ বলে ঝোড়ো ৮৬ রান।

আমদাবাদে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দেখা গেছে হিটম্যানের কামাল।

ভারত অধিনায়ককে ম্যাচের মাঝে দেখা গিয়েছে পেশি ফুলিয়ে সেলিব্রেশনে মাততেও । তার কারণ কী ?

ব্যাটের পাশাপাশি শরীরি ভাষায় প্রতিপক্ষকে বার্তা ? না তেমনটা নয়।

হার্দিক পাণ্ড্য-র প্রশ্নে রোহিত বলেছেন, 'বোঝাতে চাইছিলাম, ব্যাট নয়, আসলে এটা শক্তির নমুনা।'

হিটম্যানের একের পর এক পুল যখন বাউন্ডারি বাইরে গিয়ে পড়ছে, তখন ভারত অধিনায়কের উদ্দেশে মজা ছুঁড়ে দিয়েছিলেন আম্পায়ার।

মাঠে থাকা আম্পায়ার মারিয়াস এরাসমাস রোহিতকে বলেন, নিশ্চয়ই ব্যাটে কিছু রয়েছে, তাই এত লম্বা লম্বা ছক্কা হাঁকাচ্ছো।

যে মজা শুনে তখন হেসে বিষয়টা এড়িয়ে গেলেও সুযোগ মতো পেশি ফুলিয়ে হিটম্যান বুঝিয়ে দেন, জাদু ব্যাটে নয়, আসলে হাতে।

অস্ট্রেলিয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। জোড়া ম্যাচে দাপুটে দুই জয় ও নেট রান রেটের সুবাদে আপাতত বিশ্বকাপে পয়েন্টস টেবিলে সবার ওপরে ভারত।

ব্যাটার থেকে বোলার, দুরন্ত ছন্দে ভারতীয় দল। ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধছেন ১২ বছর পর ঘরের মাঠে রোহিতের হাতে কাপ দেখায়।