প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।

প্রকৃতিকে সম্মান জানাতে এই নির্দিষ্ট দিনকেই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

জাতীয় নিরাপত্তা পর্যায়ে পরিবেশকে রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের সম্পদের রক্ষা বহিঃশক্তিকে প্রতিরোধের মতোই গুরুত্বপূর্ণ। - –রবার্ট রেডফোর্ড

একে আঘাত করো না-ভালো গ্রহ খুঁজে পাওয়া খুবই কঠিন

আমাদের পৃথিবীর মতো কাজ করতে হবে এবং পৃথিবী হয়ে উঠতে হবে।

কারণ তুমি সেটাই। -সাধগুরু

সুখ প্রকৃতির একটি পরীক্ষা, তার অনুমোদনের প্রতীক।

মানুষ যখন সুখী হয়, তখন সে নিজের এবং তার পরিবেশের সঙ্গে ঐক্যসূত্রে বাঁধা পড়ে। – অস্কার ওয়াইল্ড

মানুষ তর্ক করে।

প্রকৃতি কাজ করে।-ভল্টেয়ার