প্রেম বা যে কোনও সম্পর্ক তৈরি হওয়া এবং তার নানারকম ওঠানামা। এইগুলি কিছুটা নির্ভর করে রাশির উপরেও।
Image Source: Pexels, Pixabay
এক একটি রাশির জাতকের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা প্রেমের সম্পর্কে প্রভাব ফেলে।
Image Source: Pexels, Pixabay
অনেক রাশি এক তরফা সম্পর্কেও জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে কোনও সম্পর্ক বাঁচিয়ে রাখতে মূল পরিশ্রম করেন একজনই।
Image Source: Pexels, Pixabay
মীন রাশির জাতকরা স্বার্থহীন হয়ে থাকেন। সঙ্গীর প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। যা আদতে ভারসাম্যহীন সম্পর্ক তৈরি করে।
Image Source: Pexels, Pixabay
তুলা রাশির জাতকরা ঝামেলায় জড়াতে চান না। সঙ্গীরাই সম্পর্কের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন।
Image Source: Pexels, Pixabay
মানসিক গভীরতা এবং সংবেদনশীলতার জন্য পরিচিত কর্কট রাশির জাতকরা। এক তরফা ভাবে তাঁদের সঙ্গীদের উপর মানসিকভাবে নির্ভর হয়ে পড়েন।
Image Source: Pexels, Pixabay
মেষ রাশির জাতকরা সবসময়েই চ্যালেঞ্জ পছন্দ করেন। এই স্বভাবের প্রভাব তাঁদের সম্পর্কেও পড়ে।
Image Source: Pexels, Pixabay
বৃশ্চিক রাশির জাতকরা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গভীরতায় বিশ্বাস করেন। ঈর্ষাপরায়ণ এবং সন্দেহবাতিকও হতে পারেন।
Image Source: Pexels, Pixabay
ধনু রাশির জাতকরা মুক্ত আবহাওয়া চান। সেটা করতে গিয়ে বা স্বাধীনতার খোঁজে কোনও সম্পর্কের প্রতি দায়িত্ব পালনে ঘাটতি দেখা দেয়।
Image Source: Pexels, Pixabay
ডিসক্লেমার : কোনও রাশির জাতকের ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না।