কিশোরীর সঙ্গে প্রেমে ভুল বোঝাবুঝি, অস্ট্রেলিয়ায় খুন ভারতীয় পড়ুয়া?
অস্ট্রেলিয়ায় ভারতীয় পড়ুয়ার অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে আলাপ হয় এক কিশোরীর সঙ্গে। কিন্তু দেখা হওয়ার পর সেই সাক্ষাতে কিছু ভুল বোঝাবুঝি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতরুণের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই ছেলেটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। রাঠৌড়ের এক বন্ধুর বয়ান অনুযায়ী, গত চার বছর ধরে মৃত তরুণ অস্ট্রেলিয়াতেই রয়েছেন। এখানে খুব কঠিন পরিশ্রম করেই নিজের পড়াশোনা চালাতেন ওই তরুণ। তরুণের ব্যক্তিত্বও খুব হৃদয়স্পর্শী ছিল।
সোমবার ছেলেটিকে গুরুতর আহত অবস্থায় তাঁর অনলাইন প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত নটার সময় ১৯ বছরের ওই কিশোরীর বাড়ি যান মৌলিন। ছবি সৌজন্যে মৌলিন রাঠোড়
মৌলিন অ্যাকাউন্টসের ছাত্র। গতকাল অস্ট্রেলিয়ার এক স্থানীয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এরপরই নিজের জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিতে হল ওই ভারতীয় তরুণকে। ছবি সৌজন্যে মৌলিন রাঠৌড়ের ফেসবুক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -