হ্যানয়ে শীর্ষ সম্মেলনের আগে হুবহু ট্রাম্প ও কিম জং উনের মতো দেখতে দুই ব্যক্তি চমকে দিলেন সবাইকে!
হোওয়ার্ড বলেছেন, ব্যঙ্গ-বিদ্রুপ যে কোনও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একটা শক্তিশালী হাতিয়ার। ওরা দুজন একই রকম দেখতে ব্যক্তিদের ভয় পেয়ে গেল। (ছবি- মানান ভাত্সায়ানা/এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোওয়ার্ডকে প্রত্যর্পণ করা হলেও হোয়াইটকে শহরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই পোশাকে তাঁকে প্রকাশ্যে আসতে বারণ করা হয়েছে। (ছবি- মানান ভাত্সায়ানা/এএফপি)
কিমের মতো দেখতে হোওয়ার্ড এক্স এবং ট্রাম্পের মতো দেখতে রাসেল হোয়াইট গত সপ্তাহে হ্যানয়ে পৌঁছন। হোওয়ার্ডকে গত শুক্রবার তাঁকে জেরা করে হ্যানয় পুলিশ। তাঁকে তাঁর শহর হংকং-এ ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। তাঁকে বলা হয়েছে, তাঁর ভিসা বৈধ নয়। (ছবি- মানান ভাত্সায়ানা/এএফপি)
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যাঁর মিল রয়েছেন তিনি হোওয়ার্ড এক্স (বাঁদিকে)। আর ট্রাম্পের মতো দেখতে ব্যক্তির নাম রাসেল হোয়াইট (ডানদিকে)। একটি হোটেলের সামনে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। এরপর অবশ্য ভিয়েতনামের সরকারি কর্তৃপক্ষ দুজনে বিমানবন্দরে নিয়ে যায়। (ছবি- মানান ভাত্সায়ানা/এএফপি)
ওই দুই ব্যক্তি হ্যানয়ের অপেরা হাউসের সিঁড়িতে দাঁড়িয়ে ভুয়ো শীর্ষ সম্মেলন পর্যন্ত করে ফেললেন এক ঝাঁক সাংবাদিক ও ভাড়াটে নিরাপত্তা কর্মীদের সামনে। (ছবি- মানান ভাত্সায়ানা/এএফপি)
ভিয়েতনামে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকের আগে এক অভিনব ঘটনা ভিয়েতনামে। হঠাত্ আবির্ভাব দুই ব্যাক্তির, যাঁদের চেহারার সঙ্গে আশ্চর্য মিল রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। (ছবি- মানান ভাত্সায়ানা/এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -