হাওয়াই দ্বীপপুঞ্জে জেগে উঠল কিলায়েবা আগ্নেয়গিরি, দেখুন সেই ছবি
ছবিগুলি দেখে আপনি আন্দাজ করতে পারবেন, এই আগ্নেয়গিরি ফাটার সময় পরিস্থিতি কী ভয়ঙ্কর হয়েছিল। ছবি সৌজন্য-এপি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই আগ্নেয়গিরি জেগে ওঠায় সবথেকে বড় ক্ষতি হয়েছে লেলানি এস্টেট অঞ্চলের। ছবি সৌজন্য-এপি।
মার্কিন ভূতত্ত্ববিদেরা জানান, আগ্নেয়গিরির মুখ ফাটার আগে সেখানে বেশ জোরে ভূকম্পন অনুভূত হয়েছিল। এরপরই, সেখান থেকে লাভা বের হতে শুরু করে। ছবি সৌজন্য-এপি।
এখানে বলে রাখা প্রয়োজন, ২ মে থেকে এই আগ্নেয়গিরি জেগে উঠেছে। লাগাতার সেখানে বিস্ফোরণ আর সেই সঙ্গে লাভা উদগীরন হচ্ছে। এর আগেও, হাওয়াইতে ধ্বংসলীলা চালিয়েছে কিলায়েবা। ছবি সৌজন্য-এপি।
আগ্নেয়গিরির সংলগ্ন অঞ্চলে জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রায় ১৭০০ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ছবি সৌজন্য-এপি।
এই ছবি সেই সময় লেন্সবন্দি হয়েছে, যখন লাভা উদগীরনের সময় আগ্নেয়গিরির মুখ যখন প্রচন্ড জোরে ফাটছিল। সেখানে দেখা যাচ্ছে, আগ্নেয়গিরি থেকে আগুন নির্গত হচ্ছে। ছবি সৌজন্য-এপি।
আমেরিকার হাওয়াইয়ে কিলায়েবা আগ্নেয়গিরি ফের ভয়ঙ্কর রূপ নিয়েছে। আগে থেকেই বিপজ্জনক ছিল কিলায়েবা। আর এখন তো সেখান থেকে আরও দ্রুততার সঙ্গে লাভা উদগীরন শুরু হয়েছে। ছবি সৌজন্য-এপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -