আনুষ্ঠানিক অভিষেকের আগে নিজের দেহরক্ষীকে বিয়ে করলেন তাইল্যান্ডের ৬৬ বছরের রাজা
টিভিতে দেখা যায়, কিং সাদা রঙের রাজকীয় পোশাকে তাঁর আসনে বসে রয়েছেন আর রানিকে দেখা যায় গোলাপি রঙের পোশাকে। ব্যাঙ্ককে রাজার প্রসাদে তাঁদের বিয়ে আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত হয়। দম্পতিকে বিবাহ শংসাপত্র সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করতে দেখা যায়। স্বাক্ষর করেন রানির বোন যুবরানি সিরিনধোর্ন এবং প্রিভি কাউন্সিলের প্রধানকে সাক্ষী হিসেবে স্বাক্ষর করতে দেখা যায়। দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য পদস্থ আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (Photo by DAILYNEWS / POOL / AFP)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বুধবার তাই টেলিভিশনে রাজকীয় নির্দেশ সম্প্রচারের সময় একটি ভিডিওতে রাজার সামনে সুথিদাকে ভূমিষ্ঠ হয়ে সম্মান প্রদর্শন করতে দেখা যায়। সঞ্চালিকার ঘোষণা অনুযায়ী, সুথিদা রাজাকে ফুলের থালি প্রদান করেন। বিনিময়ে তাঁকে রাজকীয় ক্ষমতার সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী উপহার প্রদান করা হয়। Photo by DAILYNEWS / POOL / AFP)
ভাজিরালোংকর্ন এর আগে তিনটি বিয়ে। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০১৪-তে তাঁদের এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০১৬-র অক্টোবরে বাবা রাজা ভুমিবোল আদুল্যাদেজের মৃত্যুর পর ভাজিরালোংকর্ন রাজা হন।(Photo by DAILYNEWS / POOL / AFP)
২০১৩ তে প্যালেস গার্ডে যোগ দেন সুথিদা। পরে রাজার নিরাপত্তা বিভাগের কমান্ডার নিযুক্ত হন। বর্তমানে তাঁর পদমর্যাদা জেনারেল পর্যায়ের। নতুন মহারানির বেশ কয়েকটি রাজকীয় পদক রয়েছে। ছবি-এপি/পিটিআই
গত তিন বছর করে জনসমক্ষে ছিলেন সুথিধা। তবে তাঁর সম্পর্কে যে সরকারি তথ্য জানানো হয়েছে তা খুব বেশি কিছু নয়। তাঁকে মহারানি হিসেবে ঘোষণা তাই নাগরিকদের একটা বড় অংশকে বিস্মিত করেছে। জানা গেছে, তাঁর বয়স ৪০ এবং এর আগে তাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করেছেন। এক বিমানে রাজার সঙ্গে তাঁর দেখা হয়। ছবি-ট্যুইটার
তাইল্যান্ড নতুন রাজা মহা ভাজিরালোংকর্ন আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের আগে তাঁর সঙ্গিনীকে দেশের মহারানি ঘোষণা করলেন। রাজ্যাভিষেকের আগে রাজকীয় গেজেটে ঘোষণা করা হয় যে, ৬৬ বছরের রাজকে আইনিভাবে বিয়ে করেছেন সুথিধা ভাজিরালোংকর্ন না আয়ুধ্যা। এখন তিনি মহারানি সুথিধা। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -