✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

তীব্র গরমে নাজেহাল ইউরোপের বিস্তীর্ণ অংশ, ফ্রান্সে তাপমাত্রা পেরোল ৪৫ ডিগ্রি, স্পেনে দাবানলের দাপট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  29 Jun 2019 06:24 PM (IST)
1

তাপপ্রবাহের সঙ্গে ইউরোপে এই দাবানলের এই সমস্যা দেখা দিয়েছে। স্পেনের আবহাওয়া বিভাগের পূর্বাভাস, দেশের একটি বিস্তীর্ণ অংশে শনিবার তাপমাত্রা ৩৬ ডিগ্রি হতে পারে।মাদ্রিদ সহ মধ্যাঞ্চল ও দক্ষিণে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। উত্তর-পূ্র্বাঞ্চলের কোনও কোনও অংশে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। আগামী রবিবার থেকে ইউরোপে তাপপ্রবাহ কমতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে।Image: Twitter @VictorLeonardi2

2

টোলেডো শহর থেকে ৬০ কিমি দূরে অন্য একটি দাবানলের কারণে ২২ জন বাসিন্দাকে সরিয়ে আনতে হয়। ঝোড়ো হাওয়ায় ওই আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হেলিপপ্টার থেকে জল ছড়িয়ে দমকলকর্মীদের আগুন নেভানোর কাজে সাহায্য করা হচ্ছে। ক্যাটালোনিয়া অঞ্চলের উত্তর-পূর্বাংশে একটি বড়সড় দাবানল অবশেষে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, আজকের আবহাওয়ার পরিস্থিতিও চরমে থাকবে। (Photo by Handout / Bombers Generalitat Catalunya / AFP)

3

গত শুক্রবার সন্ধেয় আলমোরোক্সে দাবানল শুরু হয়েছিল। ওই আগুন ইতিমধ্যেই ১,৬০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত করে মাদ্রিদ এলাকায় ছড়িয়ে পড়ে। এরফলে একটি গ্রামের লোকজনকে সরিয়ে আনতে হয় বলে জানিয়েছে জরুরি পরিষেবা বিভাগ। (Photo by Handout / Bombers Generalitat Catalunya / AFP)

4

প্রবল গরমের সঙ্গে স্পেনে দাবানল দেখা দিয়েছে। শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনী ৭২ ঘন্টার চেষ্টায় একটি দাবানল নেভাতে সক্ষম হয়েছে। (Photo by Handout / UME / AFP)

5

স্পেনে তাপপ্রবাহের জেরে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর। দক্ষিণ আন্দালসুয়া এলাকায় গম তুলতে গিয়ে এক কিশোর ঝিমুনি অনুভব করে। এরপর সে একটি সুইমিং পুলে গিয়ে ডুব দেয়। কিন্তু প্রবল খিঁচুনির কারণে তার মৃত্যু হয়। প্রশাসনের স্থানীয় সূত্রে এ খবর জানা গিয়েছে। স্পেনের শহর ভাল্লাডোলিডে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৯৩ বছরের এক বৃদ্ধের। হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতালি, ফ্রান্স,জার্মানিতেও প্রবল গরমের জেরে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রধানত বয়স্করাই এর শিকার হয়েছেন। বিজ্ঞাণীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহারজনিত বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এ ধরনের তাপপ্রবাহ প্রায়শই দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন।ইতালির মিলানে তাপপ্রবাহে এক গৃহহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জার্মানির আবহাওয়া বিভাগ বলেছে, জুনে দেশে গড় থেকে তাপমাত্রা চার ডিগ্রি বেশি। জার্মানিতেও গরম জনিত কারণে স্নান সংক্রান্ত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।(Photo by Handout / UME / AFP)

6

তীব্র গরমে পুড়ছে সমগ্র ইউরোপ। প্রাক গ্রীষ্ম তাপপ্রবাহ ঘাম ছোটাচ্ছে কার্যত সমগ্র ইউরোপেরই। ফ্রান্সের তাপমাত্রা এই প্রথম ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। গরমের জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি ও মধ্য ইউরোপের বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ চড়ছে। সরকারি কর্তৃপক্ষ সাধারণ মানুষকে পরিস্থিতি অনুযায়ী আগাম সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে। ফ্রান্সের সাউদার্ন ডিপার্টমেন্টের ভিলেভেইলে গ্রামে তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি ছুঁয়েছে, যা নজিরবিহীন। এর আগে ২০০৩-এ এই এলাকায় পারদ পৌঁছেছিল ৪৪.১ ডিগ্রিতে। স্থানীয় আবহাওয়া দফতরের আশঙ্কা, তাপমাত্রা আরও বাড়তে পারে। দক্ষিণ-পূর্বের শহর কার্পেন্টাসে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রির বেশি। এতে শহরের রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়ে। বিভিন্ন ক্যাফের বারান্দায় পরিচিত ভিড় একেবারেই ছিল না। একজন বিস্ময় প্রকাশ করে বলেছেন, এমনটা কোনওদিনও দেখিনি। তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার হওয়ার এই নতুন রেকর্ডে ইউরোপের সপ্তম দেশ হিসেবে ফ্রান্সের নাম বুলগেরিয়া, পর্তুগাল, ইতালি, স্পেন, গ্রিস ও নর্থ ম্যাসিডোনিয়ার সঙ্গে যুক্ত হল বলে জানিয়েছে ফরাসি আবহাওয়া অফিস।

  • হোম
  • World-news
  • আন্তর্জাতিক
  • তীব্র গরমে নাজেহাল ইউরোপের বিস্তীর্ণ অংশ, ফ্রান্সে তাপমাত্রা পেরোল ৪৫ ডিগ্রি, স্পেনে দাবানলের দাপট
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.