live updates: সমঝোতা ও থর এক্সপ্রেসের পর দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান, কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে নার্ভাস পাকিস্তান, বলল বিদেশমন্ত্রক

বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসকে ওয়াগা সীমান্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আটকে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিপাকে পড়েন যাত্রীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Aug 2019 09:37 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সমঝোতা এক্সপ্রেসের পর এবার থর এক্সপ্রেসও বন্ধ করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ ঘিরে ভারত, পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশঃ। গতকাল দিল্লি ও লাহোরের মধ্যে...More

জোধপুর ও করাচির মধ্যে থর এক্সপ্রেস পরিষেবা বন্ধের কয়েক ঘন্টা পর এবার বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান।দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান। পাকিস্তানের যোগাযোগমন্ত্রী মুরাদ সইদ শুক্রবার দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
গতকালই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ লাহৌর ও দিল্লির মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার ঘোষণা করেন।