live updates: সমঝোতা ও থর এক্সপ্রেসের পর দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান, কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে নার্ভাস পাকিস্তান, বলল বিদেশমন্ত্রক

বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসকে ওয়াগা সীমান্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আটকে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিপাকে পড়েন যাত্রীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Aug 2019 09:37 PM
জোধপুর ও করাচির মধ্যে থর এক্সপ্রেস পরিষেবা বন্ধের কয়েক ঘন্টা পর এবার বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান।দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান। পাকিস্তানের যোগাযোগমন্ত্রী মুরাদ সইদ শুক্রবার দিল্লি-লাহৌর বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
গতকালই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ লাহৌর ও দিল্লির মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার ঘোষণা করেন।
অশান্তি, ঝামেলা পাকাতে পারে বলে সন্দেহ করে আরও ২০ জনকে শ্রীনগর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে আগ্রায় পাঠাল জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ। আগ্রা সেন্ট্রাল জেলে ঢোকানো হয়েছে এদের। এদের কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার রেকর্ড আছে বলে জানিয়েছেন সরকারি অফিসাররা। এই ‘সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীরা’ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ। বৃহস্পতিবার যে ২৫ জনকে আগাম অশান্তি, বিক্ষোভের আশঙ্কায় বিমানে চাপিয়ে আগ্রায় পাঠানো হয়, তাদের মধ্যে আছেন কাশ্মীর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিয়া কায়ুম। তিনি নামী আইনজীবী, বিচ্ছিন্নতাবাদী নেতাদের হয়ে মামলা লড়েন। এই দলে কাশ্মীর চেম্বার অব কমার্সের পদাধিকারী মুবিন শাহও আছেন।
রভিশ কুমার বলেন, পাকিস্তান আমাদের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা পদক্ষেপ করেছে। আমরা ওদের সিদ্ধান্ত খতিয়ে দেখার অনুরোধ করেছি। আমাদের ধারণা, পাকিস্তান যা কিছু করছে, তার একটাই উদ্দেশ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বিপজ্জনক ছবি দুনিয়ার সামনে হাজির করা। প্রসঙ্গত, ভারত বরাবর বলে আসছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় আইনে বদল করা একেবারেই একটা ঘরোয়া বিষয় যাতে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ারই নেই। সুতরাং পাকিস্তানের বাস্তব মেনে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করার সময় হয়েছে।
সময় এসেছে, পাকিস্তান বাস্তবকে স্বীকার করে নিক, অন্য দেশের ঘরোয়া ব্যাপারে মাথা গলানো বন্ধ করুক। বলেন রভিশ। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ অ্যাম্বাসেডরদের সঙ্গে যোগাযোগ করেছি, বেশ কিছু ফোনও করেছি। জম্মু ও কাশ্মীর সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে আমেরিকাকে জানানো হয়েছে কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারতের তরফে কাশ্মীর সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকে দেশের অবস্থান ব্যাখ্যা করতে প্রায় সব দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পাকিস্তানের সমঝোতা এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্তের সমালোচনায় বিদেশমন্ত্রক। ভারতের বক্তব্য, পাকিস্তান একতরফা ওই সিদ্ধান্ত নিয়েছে, যা দুর্ভাগ্যজনক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার আজ সাংবাদিক বৈঠকে বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সাম্প্রতিক পদক্ষেপে পাকিস্তান নার্ভাস হয়ে পড়েছে, ওদের প্রতিক্রিয়া থেকে মনে হয়, ওরা ভাবছে যে, জম্মু ও কাশ্মীরে অগ্রগতি, সমৃদ্ধি হলে মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না। জম্মু ও কাশ্মীরের স্বার্থ যাতে সবচেয়ে ভাল ভাবে পূরণ হয়, সেটা মাথায় রেখেই সাম্প্রতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সওয়াল করেন তিনি। রভিশের অভিমত, পাকিস্তান কাশ্মীর ইস্যুর সঙ্গে শান্তিচুক্তিকে জুড়ে দেওয়ার চেষ্টা করলেও তা কাজে দিচ্ছে না। একটা ধারণা তৈরি হয়েছে যে, পাকিস্তান জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের উদ্যোগে বিচলিত। পাকিস্তানে ভারতীয় কনস্যুলেট কর্তাদের জেলবন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে দেওয়া নিয়ে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে চলছি আমরা।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সমঝোতা এক্সপ্রেসের পর এবার থর এক্সপ্রেসও বন্ধ করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ ঘিরে ভারত, পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশঃ। গতকাল দিল্লি ও লাহোরের মধ্যে সংযোগের সেতু সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয় পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স পাক রেলমন্ত্রী শেখ আহমেদ রশিদকে উদ্ধৃত করে বলেছে, আমরা থর এক্সপ্রেসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যতক্ষণ রেলমন্ত্রী আছি, কোনও ট্রেন চলবে না ভারত, পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের খোকরাপার ও ভারতের মুনাবাওয়ের মধ্যে সাপ্তাহিক ট্রেনটিই ছিল দুদেশের মধ্যে রেলপথে সংযোগ রক্ষার শেষ মাধ্যম। ট্রেনটি ভারতে যোধপুর থেকে মুনাবাও আর পাকিস্তানে খোকরাপার থেকে করাচি পর্যন্ত যায়।
বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসকে ওয়াগা সীমান্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আটকে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিপাকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ভারতীয় রেলকর্তারা ক্রু, রক্ষী পাঠিয়ে সেটিকে আত্তারিতে নিয়ে আসেন। ৪৮ পাকিস্তানি সহ ১১৭ জন যাত্রী ছিলেন ট্রেনে। চলতি নিয়মকানুন মেনে শেষ পর্যন্ত সেখান থেকে ট্রেনটি রওনা দেয় দেরিতে। নির্ধারিত সময়ের সাড়ে চার ঘন্টা বাদে আজ সকাল ৮টা ৫ মিনিটে সমঝোতা পৌঁছয় ওল্ড দিল্লি স্টেশনে।
গতকাল সমঝোতা এক্সপ্রেসের ভবিষ্যত নিয়ে টানাপড়েন, অনিশ্চয়তা চলে। পাক রেলমন্ত্রী ইসলামাবাদে মিডিয়াকে জানান, পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে। ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা রদ করে বাতিল করায় বৃহস্পতিবার পাকিস্তান দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার রাস্তায় হেঁটে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে নয়াদিল্লি থেকে নিজেদের প্রতিনিধিকে দেশে তলব করে। পরদিনই সমঝোতা বন্ধের ঘোষণা করা হয়। যদিও ভারতীয় রেলকর্তারা সমঝোতা পরিষেবা বন্ধ হওয়ার কথা অস্বীকার করে জানান, পাকিস্তান থেকে কিছুই তাঁদের জানানো হয়নি এ ব্যাপারে।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.