live updates: ৩৭০ ধারা: কাল জম্মু ও কাশ্মীরে ‘দমনমূলক ব্যবস্থা’র বিরুদ্ধে পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে, ভারত-বিরোধী প্রচারের অভিযোগে সাসপেন্ড চারটি ট্যুইটার হ্যান্ডল

পুনাওয়ালার বক্তব্য, তিনি ৩৭০ ধারা নিয়ে কোনও মতামত দিচ্ছেন না, কিন্তু জম্মু ও কাশ্মীরে কার্ফু বা বিধিনিষেধ ও ফোন লাইন, ইন্টারনেট পরিষেবা ও খবরের চ্যানেল ব্লক করে দেওয়ার মতো অন্যান্য ‘দমনপীড়নমূলক’ পদক্ষেপের প্রত্যাহার চাইছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Aug 2019 09:28 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের যাতায়াত, যোগাযোগে বিধিনিষেধ জারির সিদ্ধান্ত ও ‘অন্যান্য দমনমূলক পদক্ষেপে’র বিরুদ্ধে কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার পিটিশনের মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা।...More

আকাশপথে শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা অজিত ডোভাল। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে ইদ পালিত হয় কাশ্মীর উপত্যকায়। কোনও হিংসা, অশান্তি হয়নি। তবে উত্সাহ, উদ্দীপনা তেমন তীব্র ছিল না। জম্মুতেও ৫ হাজারের বেশি মানুষ ইদের প্রার্থনায় সামিল হন। রাজ্য পুলিশ প্রধান দিলবাগ সিংহ ও সেনা কমান্ডারাও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আকাশপথে।