Live Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মু্ম্বই থেকে বেঙ্গালুরুতে কর্নাটকের ১০ বিদ্রোহী কং-জেডি (এস) বিধায়ক, ‘সঠিক ফর্ম্যাটে’ ইস্তফা দিয়েছেন তাঁরা, স্বেচ্ছায় কিনা, খতিয়ে দেখতে হবে, বললেন কর্নাটক বিধানসভার স্পিকার

স্পিকার সাংবাদিকদের বলেন, বিধায়করা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই গোটা বিষয়টি খারাপ মাত্রা পেয়েছে। আমি কখনই ওদের (ইস্তফা দেওয়া বিদ্রোহী বিধায়ক) আসতে বাধা দিইনি। জানি না, আমার সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে কী জন্য গেলেন ওরা! এর দরকার ছিল না। আমায় বললেই হত যাতে আমি দেখা করি। স্বেচ্ছায় ওঁরা আসতে পারতেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Jul 2019 09:16 PM
কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার জানিয়েছেন, বিদ্রোহী বিধায়করা আজ তাঁর কাছে সঠিক ফরম্যাটেই ইস্তফাপত্র পেশ করেছেন। এবার তিনি খতিয়ে দেখবেন, তাঁরা স্বেচ্ছায় সেগুলি দিয়েছেন এবং সেগুলি আসল কিনা। তিনি নিয়ম মেনে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিধায়করা এসেছিলেন, বললেন, তাঁরা ইস্তফা দিতে চান। আমি বলেছি, তাঁরা তা পারেন। তাঁরা সেগুলি গ্রহণ করতে বলেন। স্পিকার এও বলেন, তিনি ন্যয্য সিদ্ধান্তই নেবেন, যা কারও কাছে স্বস্তির হতে পারে, কেউ বা তাতে অখুশি হতে পারেন।
এদিকে বিদ্রোহী বিধায়করা আজই মুম্বই ফিরছেন বলে সূত্রের খবর। স্পিকার বলেন, আজকের বিধায়কদের সাক্ষাতের গোটা পর্বটির ভিডিও করা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটকে জোটের বিধায়কদের বিদ্রোহে বিপাকে পড়া মু্খ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে ফোন করেছেন বলে সূত্রের খবর। কর্নাটকের চলতি ঘটনাবলী নিয়ে দুজনের কথা হয়। জানা গিয়েছে, মমতাও যখন নিজের রাজ্যে বেশ কয়েকজন দলীয় বিধায়ক, সাংসদের শিবির বদলে বিজেপিতে যোগদানে অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে, তখন কুমারস্বামীকে ফোনে মমতা বলেছেন, তিনি যেন বিজেপির চাপে নত না হন। সূত্রের দাবি, দুজনের আলোচনার মধ্যেই মমতা প্রস্তাব দেন, বৃহস্পতিবার বিরোধীরা এ নিয়ে সংসদে বিক্ষোভ দেখাক বিরোধীরা। ঠিক হয়, কংগ্রেস নিজেই নেতৃত্ব ইস্যুতে সমস্যায় রয়েছে। তাই তাদের বদলে অন্য কোনও দল বিক্ষোভের নেতৃত্ব দিক। তখনই তৃণমূল় নেতারা অন্য বিরোধী নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে থাকেন।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: কর্নাটকের ১০ বিদ্রোহী বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বিশেষ বিমানে বেঙ্গালুরু এলেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কংগ্রেস ও শরিক জেডি(এস) মিলিয়ে ১৬ শাসক শিবিরের বিধায়ককে আজই সন্ধ্যায় ৬টায় বেঙ্গালুরু গিয়ে কর্নাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমারের সঙ্গে দেখা করে ইস্তফার কথা জানাতে বলে। তার কয়েক ঘণ্টা বাদেই তাঁদের দশজন মুম্বই থেকে বেঙ্গালুরু আসেন। গত কয়েকদিন বিদ্রোহী বিধায়করা বাণিজ্য নগরীর এক হোটেলে ছিলেন, যেখানে গতকাল তাঁদের সঙ্গে কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের দেখা করার চেষ্টাকে কেন্দ্র করে দিনভর রীতিমতো নাটক হয়। তাঁকে ফেরত পাঠিয়ে দেয় মুম্বই পুলিশ। আজ দশজনের সঙ্গে যোগ দেন আরেক বিদ্রোহী কংগ্রেস বিধায়ক মুনিরত্ন। ১১ জন মিলে হ্যাল বিমানবন্দর থেকে বিধান সৌধে যান লাক্সারি বাসে চেপে।
এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ স্পিকারকে অবিলম্বে ১০ কং-জেডি (এস) বিধায়কের ইস্তফার ব্যাপারকে সিদ্ধান্ত নিতে বলে। শুক্রবার যখন বিষয়টি শীর্ষ আদালতে ফের উঠবে, তখন স্পিকার কী সিদ্ধান্ত নিলেন, তা বেঞ্চকে জানাতে বলা হয়।
বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি অনিরুদ্ধ বোস। বেঞ্চ আরও নির্দেশ দেয়, মুম্বই থেকে বেঙ্গালুরু পৌঁছনোর পর বিমানবন্দর থেকে বিধানসৌধ পর্যন্ত ১০ বিধায়কের পূর্ণ নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে কর্নাটকের ডিজিপিকে। সেইমতো বন্দোবস্ত হয়। এর আগে স্পিকার সাংবাদিকদের বলেন, বিধায়করা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই গোটা বিষয়টি খারাপ মাত্রা পেয়েছে। আমি কখনই ওদের (ইস্তফা দেওয়া বিদ্রোহী বিধায়ক) আসতে বাধা দিইনি। জানি না, আমার সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে কী জন্য গেলেন ওরা! এর দরকার ছিল না। আমায় বললেই হত যাতে আমি দেখা করি। স্বেচ্ছায় ওঁরা আসতে পারতেন।
আরেক প্রশ্নের উত্তরে স্পিকার জানান, তাঁকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছে বটে, কিন্তু কী সিদ্ধান্ত নেবেন, সেটা বলে দেয়নি।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.