Live Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মু্ম্বই থেকে বেঙ্গালুরুতে কর্নাটকের ১০ বিদ্রোহী কং-জেডি (এস) বিধায়ক, ‘সঠিক ফর্ম্যাটে’ ইস্তফা দিয়েছেন তাঁরা, স্বেচ্ছায় কিনা, খতিয়ে দেখতে হবে, বললেন কর্নাটক বিধানসভার স্পিকার
স্পিকার সাংবাদিকদের বলেন, বিধায়করা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই গোটা বিষয়টি খারাপ মাত্রা পেয়েছে। আমি কখনই ওদের (ইস্তফা দেওয়া বিদ্রোহী বিধায়ক) আসতে বাধা দিইনি। জানি না, আমার সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে কী জন্য গেলেন ওরা! এর দরকার ছিল না। আমায় বললেই হত যাতে আমি দেখা করি। স্বেচ্ছায় ওঁরা আসতে পারতেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Jul 2019 09:16 PM
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: কর্নাটকের ১০ বিদ্রোহী বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বিশেষ বিমানে বেঙ্গালুরু এলেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কংগ্রেস ও শরিক জেডি(এস) মিলিয়ে ১৬ শাসক শিবিরের বিধায়ককে আজই সন্ধ্যায় ৬টায় বেঙ্গালুরু গিয়ে...More
বেঙ্গালুরু: কর্নাটকের ১০ বিদ্রোহী বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বিশেষ বিমানে বেঙ্গালুরু এলেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কংগ্রেস ও শরিক জেডি(এস) মিলিয়ে ১৬ শাসক শিবিরের বিধায়ককে আজই সন্ধ্যায় ৬টায় বেঙ্গালুরু গিয়ে কর্নাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমারের সঙ্গে দেখা করে ইস্তফার কথা জানাতে বলে। তার কয়েক ঘণ্টা বাদেই তাঁদের দশজন মুম্বই থেকে বেঙ্গালুরু আসেন। গত কয়েকদিন বিদ্রোহী বিধায়করা বাণিজ্য নগরীর এক হোটেলে ছিলেন, যেখানে গতকাল তাঁদের সঙ্গে কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের দেখা করার চেষ্টাকে কেন্দ্র করে দিনভর রীতিমতো নাটক হয়। তাঁকে ফেরত পাঠিয়ে দেয় মুম্বই পুলিশ। আজ দশজনের সঙ্গে যোগ দেন আরেক বিদ্রোহী কংগ্রেস বিধায়ক মুনিরত্ন। ১১ জন মিলে হ্যাল বিমানবন্দর থেকে বিধান সৌধে যান লাক্সারি বাসে চেপে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ স্পিকারকে অবিলম্বে ১০ কং-জেডি (এস) বিধায়কের ইস্তফার ব্যাপারকে সিদ্ধান্ত নিতে বলে। শুক্রবার যখন বিষয়টি শীর্ষ আদালতে ফের উঠবে, তখন স্পিকার কী সিদ্ধান্ত নিলেন, তা বেঞ্চকে জানাতে বলা হয়। বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি অনিরুদ্ধ বোস। বেঞ্চ আরও নির্দেশ দেয়, মুম্বই থেকে বেঙ্গালুরু পৌঁছনোর পর বিমানবন্দর থেকে বিধানসৌধ পর্যন্ত ১০ বিধায়কের পূর্ণ নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে কর্নাটকের ডিজিপিকে। সেইমতো বন্দোবস্ত হয়। এর আগে স্পিকার সাংবাদিকদের বলেন, বিধায়করা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই গোটা বিষয়টি খারাপ মাত্রা পেয়েছে। আমি কখনই ওদের (ইস্তফা দেওয়া বিদ্রোহী বিধায়ক) আসতে বাধা দিইনি। জানি না, আমার সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে কী জন্য গেলেন ওরা! এর দরকার ছিল না। আমায় বললেই হত যাতে আমি দেখা করি। স্বেচ্ছায় ওঁরা আসতে পারতেন। আরেক প্রশ্নের উত্তরে স্পিকার জানান, তাঁকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছে বটে, কিন্তু কী সিদ্ধান্ত নেবেন, সেটা বলে দেয়নি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">