live updates: নোটিস দিল বিজেপি, কর্নাটকে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি কুমারস্বামী সরকার

কুমারস্বামী নিজেই গত সপ্তাহে আস্থাভোটের মুখোমুখি হওয়ার প্রস্তাব দেন। ১৬ কংগ্রেস, জেডি(এস) বিধায়ক স্পিকার কে আর রমেশ কুমারকে ইস্তফাপত্র দেওয়ায় তাঁর জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jul 2019 05:51 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্নাটক বিধানসভায় শক্তিপরীক্ষা কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের। কংগ্রেসের ১৩, জেডি(এস)-এর ৩, সব মিলিয়ে শাসক শিবিরের ১৬ বিধায়কের ইস্তফার সিদ্ধান্তে টালমাটাল পরিস্থিতির সম্মুখীন রাজ্যের এইচ ডি কুমারস্বামী সরকার। আজ বিধানসভার...More

এদিকে মুম্বইয়ের হোটেলে স্বেচ্ছাবন্দি থাকা বিদ্রোহী বিধায়করা শহরের পুলিশ প্রধানকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, তাঁরা মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেসের আর কোনও নেতার সঙ্গেই দেখা করতে বিন্দুমাত্র আগ্রহী নন। বিদ্রোহীরা মহানগরীর যে রেনেসাঁ পোয়াই হোটেল রয়েছেন, সেখানে খাড়গে ও কংগ্রেসের উল্লেখযোগ্য নেতারা, এমনকী মুখ্যমন্ত্রী কুমারস্বামীও তাঁদের বোঝানোর জন্য যেতে পারেন বলে খবর রয়েছে। এই প্রেক্ষাপটেই তাঁরা পুলিশ প্রধানকে লেখা চিঠিতে বলেছেন, খাড়গে বা গুলাম নবি আজাদ বা অন্য কোনও কংগ্রেস নেতার সঙ্গেই দেখা করার কোনও বাসনা তাঁদের নেই। বরং তাঁদের ভয় দেখানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কংগ্রেস নেতারা এলে যেন তাঁদের আটকানো হয়, পুলিশকে আবেদন করেছেন বিদ্রোহী শাসক শিবিরের এমএলএ-রা। ১৫ বিধায়ক হোটেলে আছেন। কর্নাটকে ঘর গুছিয়ে কুমারস্বামী সরকার বাঁচাতে গত রবিবারই বৈঠকে বসেছেন কংগ্রেস-জেডি (এস) জোটের নেতারা। কুমারস্বামী সরকারের বিধানসভায় শক্তিপরীক্ষার আগে বিদ্রোহী বিধায়কদের বুঝিয়ে ঘরে ফেরাতে তাঁদের প্রয়াস চলছে। যদিও বিদ্রোহী বিধায়করাও জানিয়ে দিয়েছেন, তাঁরা ইস্তফার পদক্ষেপে অনড়।