LIVE: কাঁকিনাড়ায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর, আগুন, পুলিশের লাঠি

লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট হবে সাত রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে। আজ কলকাতা, ২ পরগনার ৯ কেন্দ্রে ভোট। বারাণসীতে আজ ভাগ্যপরীক্ষা মোদির, হেভিওয়েট লড়াই পটনা সাহিবেও।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 May 2019 05:15 PM




মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোটার। রবিবার বেলার দিকে মিত্র ইনস্টিটিউশনের বুথে ভোট দিলেন তিনি।
২০১১-র আগে যিনি ছিলেন মমতার প্রধান প্রতিপক্ষ সেই বুদ্ধদেব ভট্টাচার্যও কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোটার। তবে এবারই প্রথম ভোট দেওয়া হল না বুদ্ধদেবের। শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরোলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গ, ওড়িষায় ‘বড় নির্বাচনী সাফল্যে’র জোরে বিজেপি ৩০০-র কাছাকাছি আসন দখল করবে এবং নরেন্দ্র মোদির ফের প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হবে বলে দাবি করলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা। সাংবাদিকদের তিনি বলেন, আমার ধারণা, বিজেপি প্রায় ৩০০টি লোকসভা আসন পাবে। পশ্চিমবঙ্গ, ওড়িষায় আমরা বড়সড় সাফল্য পেতে চলেছি। তার জোরেই সংখ্যাটা ছুঁয়ে ফেলব আমরা। পশ্চিমবঙ্গে সরকারি প্রশাসনযন্ত্র, পুলিশ ও গুন্ডারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বলে অভিযোগ করে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক স্বৈরতান্ত্রিক মনোভাব ও তৃণমূল কংগ্রেস কর্মীদের গুন্ডাবাজিতেও মানুষ বীতশ্রদ্ধ। ২৩ মে নির্বাচনের ফল বেরনোর পর মমতা ও বর্তমানে বিজেপি-বিরোধী জোট গড়তে আসরে নামা চন্দ্রবাবু নাইডুও গা ঢাকা দেবেন বলে কটাক্ষ করে কৈলাস বলেন, মিডিয়া প্রতিক্রিয়া জানার জন্য ওঁদের খুঁজে বেড়াবে।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুকুন্দপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার গাড়ি ভাঙচুর। পরিস্থিতি খতিয়ে দেখতে মুকুন্দপুরের হেলেন কেলার স্কুলে যান বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সেইসময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির মণ্ডল সভাপতি অরিন্দম রায়কে মারধর, গাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজের ডোঙারিয়া মোড়ে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে হামলা, ভাঙচুর। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশের সামনেই তাঁর গাড়ির কাচ ভাঙে তৃণমূল কর্মীরা। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাবুল সুপ্রিয়কে গো ব্যাক স্লোগান:
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেছুয়াবাজারের কাছে বিধান সরণিতে মহর্ষি দয়ানন্দ অ্যাকাডেমির বুথের বাইরে বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। নিজেকে ভোটার বলে দাবি করে এক ব্যক্তি অভিযোগ করেন, বাবুলের জন্য তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুকুন্দপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার গাড়ি ভাঙচুর। পরিস্থিতি খতিয়ে দেখতে মুকুন্দপুরের হেলেন কেলার স্কুলে যান বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সেইসময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির মণ্ডল সভাপতি অরিন্দম রায়কে মারধর, গাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বচসা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের হেনস্থা করার অভিযোগ। প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসা বাহিনীর।
রবীন্দ্র সরণিতে বোমাবাজি -
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রবীন্দ্র সরণির বাঁশতলা মোড়ে বুথের কাছেই বোমাবাজি। বাইক আরোহী দুষ্কৃতীরা এসে বোমা ছুড়ে চলে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
বসিরহাট লোকসভা কেন্দ্রের বাদুড়িয়ার সায়েস্তা নগরের কালীতলা প্রাথমিক বিদ্যালয় বুথে একাধিক অনিয়মের ছবি। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ২০০ মিটারের মধ্যে অনেক লোকের জমায়েত। পরে পুলিশ স্কোয়াড এসে জমায়েত ফাঁকা করে। এক মহিলার দাবি, তিনি ভোট দিতে পারেননি। অপর একজন পাশে এসে বোতাম টিপে দেন। বুথে লাগানো সিসি ক্যামেরা ঝুলে পড়েছে। এরই মধ্যে দেখা যায়, নীল জামা পরা একটি ছেলে ২২০ নম্বর বুথ থেকে বেরিয়ে দৌড়চ্ছে। আবার ২১৯ নম্বর বুথে দেখা গেল, এক মহিলার হয়ে ভোট দিয়ে দিচ্ছেন আরেক মহিলা। ওই বুথেই দেখা গেল জল খাওয়ার অছিলায় ইভিএমের পাশে বসে এক এজেন্ট। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, এব্যাপারে কিছুই তাঁর জানা নেই।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থীকে হেনস্থা, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অনুপম হাজরার অভিযোগ, ওই বুথে ভোট দিতে না দিয়ে, ভোটারদের আঙুলে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। সেইসময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীই বুথে ঢুকে গন্ডগোল করেন।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার রাজগড়া ২৫১ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি আজিজুর রহমানের বিরুদ্ধে। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে, তৃণমূল নেতাকে ভোটারদের বলে দিতে দেখা যায়, কোথায় ভোট দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর সাফাই, বুথে ঢোকার অনুমতি না থাকায়, বিষয়টি দেখেও কিছু করা যায়নি। তৃণমূলের বুথ সভাপতির সাফাই, তিনি ভোটারদের সাহায্য করছেন।প্রিসাইডিং অফিসার আনিসুর রহমান জানিয়েছেন, তাঁর পাশাপাশি, ভোটারদের সাহায্য করছেন ওই তৃণমূল নেতা। ঘটনায় প্রিসাইডিং অফিসারকে সরিয়ে নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের।

প্রেক্ষাপট

#মাদারিপুর এলাকায় ব্যাপক বোমাবাজি: উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে উত্তেজনা। মাদারিপুর এলাকায় ব্যাপক বোমাবাজি। বিরোধীদের অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। খবর সম্প্রচারে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দর প্রতিনিধিরা। সাংবাদিকদের মারধর, সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

#যাদবপুর লোকসভা কেন্দ্রে ছাপ্পার অভিযোগ: যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ছাপ্পা ভোটের অভিযোগ মহিলা ভোটারের। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিয়ে দেয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানানোর সময় তাঁকে ২ মহিলা ধাক্কা মেরে, টানতে টানতে নিয়ে চলে যান।

#নিউ টাউনে বোমা উদ্ধার: বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের কলাবাগানে ইউনিটেক বিল্ডিংয়ের পাশে ঝোপের মধ্যে থেকে বোমা উদ্ধার। ২ ড্রাম ভর্তি বোমা মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

# দে গঙ্গায় বোমাবাজি: বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গার গিলাবাড়িয়া ১৬৭ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধর, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি। বিজেপির অভিযোগ, গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়। শুরু হয় বোমাবাজি। সকালে ভোট শুরু হতেই রাস্তায় বিজেপি কর্মীদের মারধর করে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

# মালা রায়কে বুথ ঢুকতে বাধা:কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়কে মুদিয়ালি এলাকার ৭২ নম্বর বুথে ঢুকতে বাধা। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল প্রার্থীর।



#বেলগাছিয়ায় সিপিএমের পোলিং এজেন্টকে মারধরের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন কনীনিকা বসু ঘোষ, দেখুন  ভিডিও।








#কুলতলিতে একাধিক বুথে ইভিএম বিভ্রাট, চড়া রোদে লাইনে দাঁড়িয়ে ভোটাররা

#যাদবপুর লোকসভা কেন্দ্রের শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সিপিএমের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথের বাইরে ভিড় করেছে বহিরাগতরা। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ে, এক মহিলা ভোটারদের ভোটদানে সাহায্য করছেন। প্রিসাইডিং অফিসারের সাফাই, তিনি বিষয়টি খেয়াল করেননি।

#দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোদপুরের ঘোলা হাই স্কুলে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

#দেখুন, জলন্ধরে ভোটের লাইনে হরভজন সিংহ



#কলকাতায় ২১৭ নং বুথে  ভিভিপ্যাটে সমস্যা, কিছু ভোট পড়ার পরই বন্ধ ভোটগ্রহণ

#নাগেরবাজারে ইভিএম বিভ্রাট: দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত নাগেরবাজারের শিশুশিক্ষা কেন্দ্রের ১৬৬, ১৬৮ ও ১৬৯ নম্বর বুথে ইভিএম বিভ্রাট। লাইনে দাঁড়িয়ে কয়েকশো ভোটার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের বিক্ষোভ।

# পুলিশ সুপার ও ডিসিদের নির্দেশেই পৌঁছবে ক্যুইক রেসপন্স টিম: সপ্তম তথা শেষ দফার ভোটে QRT-কে নির্দেশ দিতে রাজ্য প্রশাসনের ওপরেই আস্থা রাখল নির্বাচন কমিশন। শুধুমাত্র পুলিশ সুপার ও ডিসিদের নির্দেশেই পৌঁছবে ক্যুইক রেসপন্স টিম। আজ সকাল ৭টা থেকে পুলিশ কন্ট্রোল রুমে বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের ডিসিদের থাকার নির্দেশ নির্বাচন কমিশনের। থাকবেন সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ পর্যবেক্ষকরাও।

# সাতপুরে বোমাবাজি: মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়দিঘি বিধানসভার সাতপুরে রাত থেকে বোমাবাজি। তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। আতঙ্কিত গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

#গোরখপুরে ভোট দিলেন যোগী আদিত্যনাথ।



# কনীনিকা বসু ঘোষের অবস্থান বিক্ষোভ: বেলগাছিয়ার মনোহর অ্যাকাডেমির বুথ থেকে সিপিএমের পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একাধিক বুথে এধরনের ঘটনা ঘটছে বলে প্রতিবাদ জানিয়ে বেলগাছিয়া মোড়ে অবস্থান বিক্ষোভ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা বসু ঘোষের।

# বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন: রাজারহাটের কদমপুকুরের ২০১ নম্বর বুথের কাছে বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন। বিজেপির অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

#বেলগাছিয়ায় সিপিএম এজেন্টকে ‘মারধর’-এর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।

এক নজরে সপ্তম দফা

রবিবার ১৯ মে, লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট হবে সাত রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে। এর মধ্যে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ১৩টি করে আসন, পশ্চিমবঙ্গ ৯টি আসন,  বিহার ও মধ্যপ্রদেশের ৮টি করে আসন, হিমাচল প্রদেশের ৪টি আসনে, ঝাড়খণ্ডের ৩টি আসন এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোট গ্রহণ হবে।
লোকসভা নির্বাচনের এটাই শেষ দফা। এই দফায় ভাগ্য নির্ধারিত হতে চলেছে বাংলা তথা ভারতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তারমধ্যে অবশ্যই নজরে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসী কেন্দ্র। এছাড়াও রাজনীতির ময়দানে অগ্নিপরীক্ষা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ প্রমুখ। আছে বেশ কয়েকজন তারকা প্রার্থীও। বিজেপির তারকা প্রার্থী কিরণ খের, সানি দেওল, রবি কিষাণ,  পটনা সাহিব থেকে কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাও শেষ দফায় ভোটের লড়াইয়ে।
বাংলায় ৩ জেলার নটি আসনে ভোটগ্রহণ হবে।  কেন্দ্রগুলি হল,  দমদম, যাদবপুর, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। নির্ধারিত হবে ১১১ জন প্রার্থীর ভাগ্য। যাদবপুর কেন্দ্র ছাড়া শেষ দফায় পশ্চিমবঙ্গে প্রধানত চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ।
-কলকাতা উত্তরে যুযুধান প্রার্থীরা হলেন, তৃণমূল কংগ্রেসের  বিদায়ী সাংসদ প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী রাহুল সিনহা, সিপিআইএম প্রার্থী কনীনিকা বসু ঘোষ।
-কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী কংগ্রেসের মালা রায়, বিজেপির চন্দ্র বসু, সিপিআইএম এর নন্দিনী মুখোপাধ্যায়।
-যাদবপুর কেন্দ্রে শুরু থেকেই নজরে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী, বর্ষীয়ান সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অনুপম হাজরা।
-বারাসাত কেন্দ্রে ভোটের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার, বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস।
-দমদম কেন্দ্রে সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।
-ডায়মন্ড হারবার কেন্দ্রে মূল নজরে আছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নীলাঞ্জন রায়, বামপ্রার্থী ফুয়াদ হালিম, কংপ্রার্থী সৌম্য আইচ রায়।
-মথুরাপুর কেন্দ্রে মূল লড়াইয়ে তৃণমূলের প্রার্থী চৌধুরি মোহন জাটুয়া, বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার। কংগ্রেসের প্রার্থী কৃত্তিবাস সর্দার, বামপ্রার্থী শরৎ চন্দ্র হালদার।
- জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারি, কংপ্রার্থী তপন মণ্ডল, বামপ্রার্থী সুভাষ নস্কর।
-বসিরহাটে সকলের নজরে তৃণমূল প্রার্থী নুসরত জাহান। এখানে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বামপ্রার্থী পল্লব সেনগুপ্ত। কংপ্রার্থী কাজী আবদুর রহিম।
-নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাজ্যে মোতায়েন থাকছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্রং রুমের নিরাপত্তায়। বাকি ৬৭৬ কোম্পানি মোতায়েন থাকবে বুথে। বুথের বাইরের নিরাপত্তা নিয়েও কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মোতায়েন থাকছে ৪৬১টি ক্যুইক রেসপন্স টিম। এই প্রথম QRT-এর গাড়িগুলির ওপর GPS পদ্ধতিতে নজরদারি চালাবে কমিশন। যার নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
-উপ নির্বাচন হচ্ছে চার বিধানসভা আসনেও। সেগুলি হল দার্জিলিং, হবিবপুর, ইসলামপুর ও ভাটপাড়া।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.