- Home
-
আজ ফোকাস-এ
Live updates:বিজেপি-বিরোধী মহাজোট গঠন নিয়ে মমতার সঙ্গে কথা বলতে কালীঘাটে চন্দ্রবাবু, চা খেয়ে চলে যাবেন, কিছু হবে না! কটাক্ষ দিলীপের
Live updates:বিজেপি-বিরোধী মহাজোট গঠন নিয়ে মমতার সঙ্গে কথা বলতে কালীঘাটে চন্দ্রবাবু, চা খেয়ে চলে যাবেন, কিছু হবে না! কটাক্ষ দিলীপের
২৩ মে লোকসভা ভোটের ফল বেরনোর আগে বিরোধী দলগুলিকে নিয়ে মহাজোট করতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে গত কয়েকদিন ধরে বিরোধীদের নেতাদের সঙ্গে তাঁর কী কথা হল, সে ব্যাপারে মমতাকে অবহিত করবেন তিনি।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
20 May 2019 07:07 PM
মমতা-চন্দ্রবাবু বৈঠক শেষ। তৃণমূল সূত্রের খবর, ২৩ মে নির্বাচনের ফল বেরনোর পর মহাগঠবন্ধন-এর অন্য নেতাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কালীঘাটে চন্দ্রবাবু-মমতা বৈঠককে গুরুত্ব না দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, উনি চা খেয়ে চলে যাবেন, আর কিছু হবে না।
কালীঘাটে চন্দ্রবাবু-মমতা বৈঠককে গুরুত্ব না দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, উনি চা খেয়ে চলে যাবেন, আর কিছু হবে না।
২৩ মে লোকসভা ভোটের ফলপ্রকাশ হওয়া পর্যন্ত সাবধানী হয়ে অপেক্ষা করে থাকতে চান মায়াবতী। তারপরই তিনি পরবর্তী কৌশল ঠিক করার কথা ভাববেন। বসপা-র নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে বলা হয়েছে এ কথা। সূত্রটি বলেছে, ভবিষ্যত্ কর্মপন্থা স্থির হবে নির্বাচনের চূড়ান্ত ফল বেরনোর পরই। সেই সময় পর্যন্ত তিনি (মায়াবতী) রাজধানী লখনউয়েই পড়ে থাকবেন। গতকালের বেশ কয়েকটি এক্সিট পোলের ইঙ্গিত, উত্তরপ্রদেশে ২০১৪-র লোকসভা ভোটে বিজেপির প্রাপ্ত একচেটিয়া আধিপত্যে এবার আঘাত করবে সপা-বসপা-আরএলডি জোট, যদিও তাতে কেন্দ্রে এনডিএ সরকার গঠনে কোনও সমস্যা হবে না।
আজ সকালে মায়াবতীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন অখিলেশ। দুজনের ঘন্টাখানেকের রুদ্ধদ্বার বৈঠকের পর দুই শিবিরেরই সূত্রের দাবি, তারা বিজেপির ৩০০-র বেশি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া এক্সিট ফল মানতে নারাজ। আরেকটি সূত্র বলেছে, আমরা (সপা-বসপা-আরএলডি) কিছুতেই ৫৫টার কম আসন পাব না, কেননা জোট দারুণ করেছে। আমরা ৬০ থেকে ৮০টা আসন আশা করছি। এক্সিট পোলের ইঙ্গিতের সঙ্গে সহমত নই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের প্রাক্কালে চন্দ্রবাবুর দাবি, আমি ১০০০ শতাংশ নিশ্চিত, টিডিপি নির্বাচনে জিতবে। এ নিয়ে ০.১ শতাংশ সংশয়ও নেই আমার।
এক্সিট পোলের প্রভাবে চাঙ্গা শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩৯০০০ এর সীমা ছাড়িয়ে গেল। ৩০ শেয়ারের ইনডেক্স লেনদেন করছে ৩৯০৪৫.১৯-এ, ১১১৪.৪২ পয়েন্ট বা ২.৯৪ শতাংশে। নিফটিও ৩২৬.৮০ পয়েন্ট বা ২.৮৬ শতাংশ বেড়েছে। তা হয়েছে ১১৭৩৩.৯৫। গতকালের এক্সিট পোলের পূর্বাভাস, ২৩ মে-র ফলে দেখা যাবে যে, বিজেপি-এনডিএই বিপুল সাফল্য, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আরও ৫ বছরের জন্য কেন্দ্রে মসনদে ফিরছে। তার প্রভাবে সূচক লাফিয়ে বাড়ে আজ সকালে। সেনসেক্স ঊর্ধ্বমুখী হওয়ায় যারা লাভবান হয়েছে, তারা হল এসবিআই, টাটা মোটর্স, ইয়েস ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, আইসিআইসিআই ব্যাঙ্ক, ওএনজিসি, মারুতি, এইচডিএফসি, টাটা স্টিল, বাজাজ ফিনান্স। তাদের শেয়ার চড়েছে ৭ শতাংশ পর্যন্ত। তবে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি ও স্টক এক্সচেঞ্জগুলি নির্বাচনী উত্তাপের মধ্যে শেয়ার বাজারে যাতে কোনওরকম কারসাজি না চলে, সেদিকেও নজরদারি বাড়িয়েছে।
বৈঠক করলেন মায়াবতী, অখিলেশ। কেন্দ্রে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় ফিরছে, গতকালের প্রায় সব এক্সিট পোলেই এমন ইঙ্গিত মেলার পরই উত্তরপ্রদেশে মহাগঠবন্ধনের দুই স্থপতি আলোচনায় বসেন। বিজেপিকে হারাতে হাত তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে আরএলডি। আজ অখিলেশ মায়াবতীর বাসভবনে যান। তবে কী কথা হয়েছে দুজনের, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।
প্রেক্ষাপট
কলকাতা: কলকাতায় আসছেন চন্দ্রবাবু নাইডু। তেলুগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো কথা বলতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেন্দ্রে ভোট-পরবর্তী বিজেপি-বিরোধী মহাজোট গড়ে গেরুয়া জোট এনডিএর ক্ষমতায় ফেরা রুখতে সক্রিয় চন্দ্রবাবু দফায় দফায় গত কয়েকদিন ধরেই বৈঠক করছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতানেত্রীদের সঙ্গে। এবার তিনি কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, মহগঠবন্ধন গঠনের কৌশল নিয়ে সোমবার অপরাহ্নে রাজ্য সচিবালয়ে তাঁদের আলোচনা হবে।
২৩ মে লোকসভা ভোটের ফল বেরনোর আগে বিরোধী দলগুলিকে নিয়ে মহাজোট করতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে গত কয়েকদিন ধরে বিরোধীদের নেতাদের সঙ্গে তাঁর কী কথা হল, সে ব্যাপারে মমতাকে অবহিত করবেন তিনি।
রবিবারও প্রচণ্ড ব্যস্ত ছিলেন চন্দ্রবাবু। সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, এনসিপি প্রধান শরদ পওয়ার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার তাঁর কথা হয় সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ সিংহ যাদব, বহুজন সমাজ পার্ট (বসপা)নেত্রী মায়াবতীর সঙ্গে।
গতকাল শেষ দফার ভোট মিটে যাওয়ার পর বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত এক্সিট পোলের ইঙ্গিত, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। কয়েকটি সমীক্ষায় তো বলা হয়েছে, বিজেপি-এনডিএ সংখ্যাগরিষ্ঠতার ২৭২ আসনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩০০-র বেশি সিট জিতে হেসেখেলে সরকার গড়ছে।
যদিও সেই ইঙ্গিত খারিজ করে মমতা বলেছেন, এসব গসিপ! ইভিএম কলকাঠি নাড়ানোর জন্য এধরনের সমীক্ষাকে কাজে লাগানোর গেমপ্ল্যান রয়েছে। তাঁর এর ওপর ভরসা নেই। এই প্রেক্ষাপটেই আজ বসছেন মমতা, চন্দ্রবাবু।